আজ ভুবনেশ্বরের বিশেষ আদালতে পেশ করা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আজ ভুবনেশ্বরেরর বিশেষ আদালতে পেশ করা হবে। গতকাল রাতে ইন্ডিগোর বিমানে তাঁকে কলকাতা থেকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১২ টা নাগাদ বিমান ভুবনেশ্বরের মাটি ছোঁয়। তারপর বিমানবন্দর থেকে তাঁকে সোজা CBI অফিসে নিয়ে যাওয়া হয়। রাখা হয় CBI লক আপে। 

Updated By: Jan 4, 2017, 02:02 PM IST
 আজ ভুবনেশ্বরের বিশেষ আদালতে পেশ করা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে

ওয়েব ডেস্ক: সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আজ ভুবনেশ্বরেরর বিশেষ আদালতে পেশ করা হবে। গতকাল রাতে ইন্ডিগোর বিমানে তাঁকে কলকাতা থেকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১২ টা নাগাদ বিমান ভুবনেশ্বরের মাটি ছোঁয়। তারপর বিমানবন্দর থেকে তাঁকে সোজা CBI অফিসে নিয়ে যাওয়া হয়। রাখা হয় CBI লক আপে। CBI দফতরে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুদীপ বলেন, তিনি লোকসভায় সরব ছিলেন। নোটবন্দি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এই গ্রেফতারি তারই প্রতিফলন। বিজেপি তৃণমূলকে নিশ্চিহ্ন করতে চাইছে বলে অভিযোগ করেছেন করেছেন সুদীপ। আরও পড়ুন- সুদীপের গ্রেফতারিতে তৃণমূলের গলায় নেতাজির সুর, 'দিল্লি চলো'

 

নোটবন্দি আন্দোলনের জেরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পাশে দাঁড়িয়ে মন্তব্য কংগ্রেস নেতা মণীশ তিওয়ারির। 

.