টু জি: সিবিআই অধিকর্তা রঞ্জিত সিনহার জবাব তলব সুপ্রিম কোর্টের

টুজি মামলার তদন্ত  নিয়ে সিবিআই অধিকর্তা রঞ্জিত সিনহার জবাব তলব করল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানাতে তাঁকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এর আগে সিবিআই অধিকর্তা রঞ্জিত সিনহাকে টুজি তদন্ত থেকে সরানোর দাবি তোলেন এক আইনজীবী ।

Updated By: Sep 8, 2014, 02:17 PM IST
টু জি: সিবিআই অধিকর্তা রঞ্জিত সিনহার জবাব তলব সুপ্রিম কোর্টের

ওয়েব ডেস্ক: টুজি মামলার তদন্ত  নিয়ে সিবিআই অধিকর্তা রঞ্জিত সিনহার জবাব তলব করল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানাতে তাঁকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এর আগে সিবিআই অধিকর্তা রঞ্জিত সিনহাকে টুজি তদন্ত থেকে সরানোর দাবি তোলেন এক আইনজীবী ।

বিচারপতি এইচ এল দাত্তুর বেঞ্চে এবিষয়ে আর্জিও জানান তিনি। অভিযোগ, প্রাক্তন টেলিকম মন্ত্রী দয়ানিধি মারানকে টুজি কেলেঙ্কারি থেকে বাঁচাতে চেষ্টা করছেন সিবিআই অধিকর্তা। এই জন্য নিজের বাড়িতে তিনি সংশ্লিষ্ট কর্পোরেট কর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন। তারই জেরে এবার সিবিআই অধিকর্তার ব্যাখ্যা চাইল সর্বোচ্চ আদালত।

.