মদ বিক্রি নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশিকা

জাতীয় এবং রাজ্য সড়কের ধারে মদ বিক্রিতে না সুপ্রিম কোর্টের। আজ একটি মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি TS ঠাকুরের বেঞ্চ জানিয়ে দিয়েছে, ১লা এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর করতে হবে। রিনিউ করা যাবে না রাজ্য ও জাতীয় সড়কের ধারে মদের দোকানের লাইসেন্সও। জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

Updated By: Dec 15, 2016, 12:09 PM IST
মদ বিক্রি নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশিকা

ওয়েব ডেস্ক : জাতীয় এবং রাজ্য সড়কের ধারে মদ বিক্রিতে না সুপ্রিম কোর্টের। আজ একটি মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি TS ঠাকুরের বেঞ্চ জানিয়ে দিয়েছে, ১লা এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর করতে হবে। রিনিউ করা যাবে না রাজ্য ও জাতীয় সড়কের ধারে মদের দোকানের লাইসেন্সও। জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

সুপ্রিম কোর্টের নিয়োগ করা বিশেষজ্ঞ কমিটি একটি রিপোর্ট দিয়েছিল। তার ভিত্তিতেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ। গত পাঁচ বছরে মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে মৃত্যু হয়েছে ১লক্ষ ১৮ হাজার ৮৪০জন। তখনই কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক, জাতীয় ও রাজ্য সড়কগুলির পাশে মদের দোকানের লাইসেন্স রিনিউ না করার জন্য পরামর্শ দেয়।

আরও পড়ুন, বোমা নিষ্ক্রিয় করার সঠিক প্রক্রিয়াটি কী? দেখিয়ে দিল চেন্নাই বিমানবন্দর

.