'বাচ্চারা যদি সকাল সাতটায় স্কুলে যেতে পারে, সুপ্রিম কোর্ট কেন খুলবে না...'

বিচারপতি ললিত, আগস্টে ভারতের প্রধান বিচারপতি হওয়ার দৌড়ে রয়েছেন। তিনি পরামর্শ দেন সুপ্রিম কোর্টের বেঞ্চগুলি সকাল ৯টায় শুরু হওয়া উচিত এবং সকাল ১১.৩০ টায় তাঁরা আধঘণ্টার বিরতি নিতে পারে। তিনি আরও বলেন, "আবার ১২ টায় শুরু করুন এবং ২ টোর মধ্যে শেষ করুন। আপনি সন্ধ্যায় আরও কিছু করার জন্য সময় পাবেন।" 

Updated By: Jul 15, 2022, 05:34 PM IST
'বাচ্চারা যদি সকাল সাতটায় স্কুলে যেতে পারে, সুপ্রিম কোর্ট কেন খুলবে না...'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময়ের আগেই শুরু হল মামলার শুনানি। সুপ্রিম কর্টে নতুন নজির বিচারপতি উদয় ইউ ললিতের। মামলার শুনানির শুরুতে বিচারপতি ললিত জানান শিশুরা সকাল সাতটায় স্কুলে যেতে পারলে বিচারপতি এবং উকিলরা কেন সকাল নয়টায় দিন শুরু করতে পারবেননা এই প্রশ্ন করেন তিনি। 

দিনের কাজ শুরু করার জন্য সপ্তাহের দিনগুলিতে সকাল ১০.৩০ টায় সুপ্রিম কোর্টের বেঞ্চগুলি একত্রিত হয়। তারা বিকাল ৪টে পর্যন্ত বসে। এরমধ্যে দুপুর ১টা থেকে দুপুর ২টোর মধ্যে এক ঘণ্টার জন্য লাঞ্চ বিরতি থাকে।

নিয়ম থেকে সরে এসে, বিচারপতি ললিত শুক্রবার সকাল ৯.৩০ টায় মামলার শুনানি শুরু করেন। তার বেঞ্চে বিচারপতি এস রবীন্দ্র ভাট এবং সুধাংশু ধুলিয়াও ছিলেন।

জামিনের মামলায় হাজির হয়ে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি তাড়াতাড়ি বসার জন্য বেঞ্চের প্রশংসা করেন। এর জবাবে বিচারপতি ললিত বলেছিলেন যে তিনি সর্বদা এই মত পোষণ করেছেন যে আদালত তাড়াতাড়ি বসতে হবে। 

আরও পড়ুন: Delhi: দিল্লিতে দেওয়াল চাপা পড়ে মৃত ৫, আহত ৯

বিচারপতি ললিত, আগস্টে ভারতের প্রধান বিচারপতি হওয়ার দৌড়ে রয়েছেন। তিনি পরামর্শ দেন সুপ্রিম কোর্টের বেঞ্চগুলি সকাল ৯টায় শুরু হওয়া উচিত এবং সকাল ১১.৩০ টায় তাঁরা আধঘণ্টার বিরতি নিতে পারে। তিনি আরও বলেন, "আবার ১২ টায় শুরু করুন এবং ২ টোর মধ্যে শেষ করুন। আপনি সন্ধ্যায় আরও কিছু করার জন্য সময় পাবেন।" 

বিচারপতি ললিত ২৭ আগস্ট সিজেআই এনভি রমনার কাছ থেকে দায়িত্ব নিতে চলেছেন এবং ৮ নভেম্বর পর্যন্ত অফিসে থাকবেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.