আগামী ১২ সেপ্টেম্বর ফাঁসি হতে চলেছে নিঠারিকাণ্ড অপরাধী সুরিন্দর সিং কোহলির
নিঠারিকাণ্ডে মূল অভিযুক্ত সুরিন্দর কোলির ফাঁসি হবে আগামী ১২ সেপ্টেম্বর। মেরঠ সংশোধনাগারে ইতিমধ্যেই পৌছে গিয়েছে নির্দেশ। বুধবারই কোলির মৃত্যুদণ্ড কার্যকর করতে পরোয়ানা জারি করে গাজিয়াবাদ সেশন কোর্ট। অবশেষে বারোই সেপ্টেম্বর মেরঠ সংশোধনাগারে ফাঁসি হতে চলেছে নিঠারিকাণ্ডে দোষী সাব্যস্ত সুরিন্দর সিং কোলির। জানিয়েছেন জেল সুপারিনটেন্ডেন্ট।
গত বুধবারই কোলির মৃত্যুদণ্ড কার্যকর করতে পরোয়ানা জারি করেছে গাজিয়াবাদ সেশন কোর্ট। বিয়াল্লিশ বছরের সুরিন্দরের ফাঁসির বন্দোবস্ত করতে পরোয়ানাটি উত্তরপ্রদেশ সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে কোলির প্রাণভিক্ষা আর্জি খারিজ করতে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গত সাতাশে জুলাই কোলির প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পাঁচটি মামলায় দোষী সাব্যস্ত হলেও নিঠারিকাণ্ডে কোলির বিরুদ্ধে আরও ষোলোটি খুনের অভিযোগ রয়েছে। সেই সব মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোলির ফাঁসি আদৌ হবে কি তা নিয়ে বিভিন্ন মহলে সন্দেহ দেখা দিয়েছিল।
বুধবার গাজিয়াবাদ সেশন কোর্টের নির্দেশ সেই সন্দেহ দূর করে দিল। ২০০৬ সালের ১৫ ফেব্রুয়ারি প্রথম সামনে আসে নিঠারি হত্যাকাণ্ড। নয়ডার নিঠারি এলাকায় ড্রেনের ভিতর থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি কঙ্কাল। জানা যায় মনিন্দর সিং পান্ঢেরের বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েদের ওপর যৌন নির্যাতন করে খুন করা হত। তারপর তাদের হাড়গোড় ড্রেনে ফেলে দেওয়া হত। এই ঘটনায় পান্ধেরকেও মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়। কিন্তু, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে রেহাই পান পান্ধের। কোলির ফাঁসি হলে এটা এনডিএ জমানায় প্রথম মৃত্যুদণ্ড হবে।