কেরলের মন্দিরের ভয়াবহ অগ্নিকাণ্ডে আত্মসমর্পন ৫ মন্দির কর্মকর্তার

কেরলের মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা। আত্মসমর্পণ করলেন মন্দিরের ৫ কর্মকর্তা। তাঁদের মধ্যে রয়েছেন পুত্তিঙ্গল মন্দির কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষও।

Updated By: Apr 12, 2016, 10:37 AM IST
কেরলের মন্দিরের ভয়াবহ অগ্নিকাণ্ডে আত্মসমর্পন ৫ মন্দির কর্মকর্তার

ওয়েব ডেস্ক: কেরলের মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা। আত্মসমর্পণ করলেন মন্দিরের ৫ কর্মকর্তা। তাঁদের মধ্যে রয়েছেন পুত্তিঙ্গল মন্দির কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষও।

রবিবার মজুত আতশবাজি থেকে কেরলের পুত্তিঙ্গল মন্দিরে ভয়াবহ আগুন লাগে। পুড়ে মারা যান ১০৯ জন পূণ্যার্থী। অগ্নিদগ্ধ ৩০০ জন এখনও চিকিত্‍সাধীন। তদন্তে নেমে ফরেনসিক বিশেষজ্ঞরা আবিষ্কার করেন, মন্দিরে আলোর উত্‍সবের জন্য বেআইনি ভাবে প্রচুর বিস্ফোরক মজুত করা হয়েছিল। তার মধ্যে নিষিদ্ধ রাসায়নিকও রয়েছে। এরপরেই ৬ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা ও বিস্ফোরক আইনে অভিযোগ দায়ের হয়। অভিযুক্তদের মধ্যে মন্দির কমিটির সদস্যদের পাশাপাশি, আতশবাজি উত্‍সবের ঠিকাদারও রয়েছেন।

.