পাকিস্তানে জোর করে শিখদের ধর্মান্তরণ নিয়ে পাক সরকারের সঙ্গে কথার আশ্বাস সুষমার

পাকিস্তানে শিখ সম্প্রদায়ের জোর করে ধর্মান্তরণ নিয়ে পদক্ষেপের আশ্বাস সুষমা স্বরাজের। 

Updated By: Dec 20, 2017, 10:28 PM IST
পাকিস্তানে জোর করে শিখদের ধর্মান্তরণ নিয়ে পাক সরকারের সঙ্গে কথার আশ্বাস সুষমার

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানে শিখদের জোর করে ধর্মান্তরণ নিয়ে এবার পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি টুইট করেছেন, হাঙ্গুতে শিখদের জোর করে ধর্ম পরিবর্তন করা হচ্ছে। এনিয়ে উচ্চপর্যায়ে পাক সরকারের সঙ্গে কথা বলব।''

পাক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, খাইবার-পাখতুনের উত্তর প্রদেশে হাঙ্গু জেলায় শিখদের জোর করে ধর্মান্তরণ করছেন সরকারি আধিকারিকরা। ওই খবরটি টুইট করে সুষমা স্বরাজের দৃষ্টি আকর্ষণ করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং। তিনি বলেন, সুষমা স্বরাজজিকে বিষয়টি নিয়ে পাক সরকারের সঙ্গে কথা বলার অনুরোধ করছি। শিখদের এভাবে ধর্ম পরিবর্তন আমরা মেনে নিতে পারি না। তাঁদের বাঁচানো আমাদের কর্তব্য। 

সুষমার টুইটের পর তাঁকে ধন্যবাদ জানান বিজেপির জোটসঙ্গী অকালি দলের নেতা সুখবীর সিং বাদল। 

.