আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে আরও কোণঠাসা করতে তৈরি সুষমা স্বরাজ
ঢিলের বদলে পাটকেল। আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে আরও কোণঠাসা করতে এবার আক্রমণের রোডম্যাপ নিয়ে তৈরি সুষমা স্বরাজ। প্রধানমন্ত্রীর বেঁধে দেওয়া চড়া সুরেই পাক-বিরোধিতার রাস্তায় হাঁটতে চলেছেন বিদেশমন্ত্রীও।
![আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে আরও কোণঠাসা করতে তৈরি সুষমা স্বরাজ আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে আরও কোণঠাসা করতে তৈরি সুষমা স্বরাজ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/25/66762-sushma-25-9-16.jpg)
ওয়েব ডেস্ক: ঢিলের বদলে পাটকেল। আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে আরও কোণঠাসা করতে এবার আক্রমণের রোডম্যাপ নিয়ে তৈরি সুষমা স্বরাজ। প্রধানমন্ত্রীর বেঁধে দেওয়া চড়া সুরেই পাক-বিরোধিতার রাস্তায় হাঁটতে চলেছেন বিদেশমন্ত্রীও।
ভারতের মাটিতে জঙ্গিহানায় পাক মদতের তথ্যপ্রমাণ আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে তৈরি ভারত পাকিস্তানের এখন একটাই এজেন্ডা, কাশ্মীর ইস্যুকে সামনে রেখে ভারতকে বেকায়দায় ফেলা। তা হয়নি। বালুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পাকিস্তানই এখন ব্যাকফুটে। রাষ্ট্রসঙ্ঘে যতই কাশ্মীর তাস খেলুন নওয়াজ, সন্ত্রাসের মদতদাতা হিসাবে পাকিস্তানের ভূমিকা আড়াল করার কৌশল ধোপে টিকছে না। আর সেটাকেই হাতিয়ার করে কোঝিকোড়ের সভায় পাক-বিরোধিতার চড়া সুরটা বেঁধে দিয়েছেন মোদী।
এবার তৈরি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও। রবিবারই নিউ ইয়র্কে পৌছে যান তিনি। সোমবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় অলআউট অ্যাটাকের প্রস্তুতি নিয়েই ফেলেছে ভারত। ভারতের মাটিতে সাম্প্রতিক জঙ্গিহানায় পাক মদতের তথ্যপ্রমাণ সুষমা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবেন বলেই মনে করছে কূটনৈতিক মহল। কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রসঙ্ঘে শরিফের ভাষণের কাউন্টার অ্যাটাকের পথেই হাঁটবেন বিদেশমন্ত্রী।
আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে একঘরে করার কৌশল নিয়েই ফেলেছে ভারত। সেই লক্ষ্যে অনেকটা এগিয়ে যাওয়ার মঞ্চ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভা। সোমবার সেই মঞ্চ থেকে সুষমা স্বরাজ কী বলেন, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।