ভারতেও কি ইবোলার ছোবল! ইবোলা আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি ১

ভারতেও কি থাবা বসালো ইবোলা? তামিলনাড়ুর থেনি থেকে ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে ইবোলার ভাইরাস থাকা সন্দেহে চেন্নাইয়ের রাজীব গান্ধী জেনেরেল হাসপাতালের বিশেষ বিভাগে ভর্তি করা হয়।

Updated By: Aug 10, 2014, 01:23 PM IST
ভারতেও কি ইবোলার ছোবল! ইবোলা আক্রান্ত সন্দেহে  হাসপাতালে ভর্তি ১

চেন্নাই: ভারতেও কি থাবা বসালো ইবোলা? তামিলনাড়ুর থেনি থেকে ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে ইবোলার ভাইরাস থাকা সন্দেহে চেন্নাইয়ের রাজীব গান্ধী জেনেরেল হাসপাতালের বিশেষ বিভাগে ভর্তি করা হয়।

শনিবার রাতে গুয়েনা থেকে ফেরা থেনির অধিবাসীকে ইবোলা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বিমানবন্দরে আটক করা হয়। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, ইবোলার জন্য বিশেষ বিভাগ চালু করা হয়েছে। নার্স, ওয়ার্ড বয় থেকে সমস্ত স্বাস্থ্য কর্মীদের মাস্ক পড়তে ও বিশেষ সতর্ক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইবোলা আক্রান্ত সন্দেহ রুগীর রক্ত পাঠানো হয়েছে পুণের ল্যাবে। দুদিনের মধ্যে রক্তের রিপোর্ট জানা যাবে।

ইবোলা সংক্রমণের লক্ষণ-
জ্বর, দুর্বলতা, পেশিতে টান, মাথায় অসহ্য যন্ত্রণা আর মুখের ভিতর ঘা। আর এরপরই হরহর করে বমি, ডায়েরিয়া, গায়ে র‍্যাশ। ক্রমে মৃত্যুর কোলে ঢলে পড়া। আর সবটাই ঘটে যায় অত্যন্ত দ্রুত গতিতে। এমনই ছোবল ইবোলা ভাইরাসের।

হেল্পলাইন নম্বর হল- 23063205, 23061469 এবং 23061302

 

.