পায়রা রহস্য
পঞ্জাবের পর এবার অসম। ফের রহস্যজনক পায়রা ধরা পড়ল এদেশের মাটিতে। বাংলাদেশ থেকে উড়ে আসা দুটি পায়রাকে ঘিরেই দানা বাঁধছে রহস্য। পায়রা দুটির পায়ে দুটি রিং লাগানো রয়েছে। তাতে লেখা BAN 15 ও বাংলাদেশ 30490। আজ একটি বাড়ির টিনের চালে উড়ে এসে বসে পায়রা দুটি। বাড়ির বাসিন্দারা সেদুটিকে ধরে ফেলে। পায়ের সাংকেতিক রিং দেখে সন্দেহ হওয়ায় তড়িঘড়ি তাঁরা খবর দেয় থানায়। পায়রাদুটিকে ধরে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। অসম জুড়ে যেভাবে জড়িয়ে JMB-র জাল জড়িয়েছে তাতে গুপ্তচর বৃত্তির সন্দেহ গাঢ় হচ্ছে।
ওয়েব ডেস্ক: পঞ্জাবের পর এবার অসম। ফের রহস্যজনক পায়রা ধরা পড়ল এদেশের মাটিতে। বাংলাদেশ থেকে উড়ে আসা দুটি পায়রাকে ঘিরেই দানা বাঁধছে রহস্য। পায়রা দুটির পায়ে দুটি রিং লাগানো রয়েছে। তাতে লেখা BAN 15 ও বাংলাদেশ 30490। আজ একটি বাড়ির টিনের চালে উড়ে এসে বসে পায়রা দুটি। বাড়ির বাসিন্দারা সেদুটিকে ধরে ফেলে। পায়ের সাংকেতিক রিং দেখে সন্দেহ হওয়ায় তড়িঘড়ি তাঁরা খবর দেয় থানায়। পায়রাদুটিকে ধরে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। অসম জুড়ে যেভাবে জড়িয়ে JMB-র জাল জড়িয়েছে তাতে গুপ্তচর বৃত্তির সন্দেহ গাঢ় হচ্ছে।
আরও পড়ুন- পানামা কেলেঙ্কারিতে বরখাস্ত হল না নওয়াজ সরকার, সাময়িক স্বস্তি শরিফ পরিবারে