অভিযোগ প্রমাণে নির্বাচন কমিশনের দারস্থ স্বামী
সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলার পর এবার কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন সুব্রহ্মণ্যম স্বামী। রাজনৈতিক দল হিসাবে কংগ্রেসের স্বীকৃতি বাতিলের জন্য আজ কমিশনের কাছে আবেদন জানাবেন তিনি। ব্যবসায়িক সংস্থাকে ঋণ দেওয়ার অভিযোগ কংগ্রেস স্বীকার করে নেওয়ায় এবার তিনি নির্বাচন কমিশনের কাছে দরবার করতে চলেছেন বলে জানিয়েছেন জনতা পার্টি নেতা।
সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলার পর এবার কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন সুব্রহ্মণ্যম স্বামী। রাজনৈতিক দল হিসাবে কংগ্রেসের স্বীকৃতি বাতিলের জন্য আজ কমিশনের কাছে আবেদন জানাবেন তিনি। ব্যবসায়িক সংস্থাকে ঋণ দেওয়ার অভিযোগ কংগ্রেস স্বীকার করে নেওয়ায় এবার তিনি নির্বাচন কমিশনের কাছে দরবার করতে চলেছেন বলে জানিয়েছেন জনতা পার্টি নেতা।
বৃহস্পতিবার তিনি বলেন, সোনিয়া ও রাহুলের হাতে ইয়ং ইন্ডিয়ান নামে একটি সংস্থার ৩৮ শতাংশ শেয়ার রয়েছে। এই সংস্থাটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের পুরনো প্রকাশক অ্যাসোসিয়েটেড জার্নাল অধিগ্রহণ করেছে। আর এই অ্যাসোসিয়েটেড জার্নালকেই বিনা সুদে ৯০ কোটি টাকারও বেশি ঋণ দিয়েছে কংগ্রেস।
স্বামীর অভিযোগ, আয়কর আইন অনুযায়ী এই ঋণ দেওয়া যায় না। কারণ, কোনও রাজনৈতিক দল বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহারের জন্য ঋণ দিতে পারে না। কংগ্রেসের তহবিলের অর্থ ঘুরপথে গান্ধী পরিবারের হাতে চলে যাচ্ছে বলে অভিযোগ করেন সুব্রহ্মণ্যম স্বামী। গতকাল, কংগ্রেসের তরফে বিবৃতি দিয়ে অ্যাসোসিয়েটেড জার্নালকে ঋণ দেওয়ার কথা স্বীকার করে নেওয়া হয়। একইসঙ্গে, দাবি করা হয়, এর ফলে কংগ্রেসের কোনও আর্থিক লাভ হয়নি। আইন মেনেই সবকিছু করা হয়েছে। ঋণ দেওয়ার বিষয়ে কংগ্রেসের স্বীকারোক্তির পরই নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী।