মায়াবতীর মূর্তির বিরোধিতা হয়নি, রামের মূর্তিতে বিরোধিতা কেন? প্রশ্ন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের
![মায়াবতীর মূর্তির বিরোধিতা হয়নি, রামের মূর্তিতে বিরোধিতা কেন? প্রশ্ন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের মায়াবতীর মূর্তির বিরোধিতা হয়নি, রামের মূর্তিতে বিরোধিতা কেন? প্রশ্ন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/10/17/96395-503690-tajmahal700q.jpg)
নিজস্ব প্রতিবেদন: তাজমহল ও মুঘলদের নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন উত্তর প্রদেশ শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি। মঙ্গলবার তিনি বলেন, তাজমহল প্রেমের প্রতীক হতে পারে কিন্তু কোনও সৌধ নয়। একই সঙ্গে অধিকাংশ মুঘল শাসককে 'ফুর্তিবাজ' বলে কটাক্ষ করেছেন তিনি।
উত্তর প্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক বিতর্ক চলছে তাজমহল নিয়ে। ওয়াসিম রিজভির দাবি, 'তাজমহল কোনও সৌধ নয়। সেটি প্রেমের প্রতীক মাত্র।' একই সঙ্গে তিনি বলেন, 'দু-একজন বাদ দিলে অধিকাংশ মুঘল শাসক বিলাসবহুল জীবনযাপন করতেন।' এমনকী অযোধ্যায় ১০০ মিটার উঁচু রামের মূর্তি তৈরির সিদ্ধান্তে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পাশে দাঁড়িয়েছেন রিজভি। তিনি বলেন, 'মায়াবতী যখন নিজের মূর্তি বানিয়েছিলেন তখন তো কেউ কোনও কথা বলেননি? তাহলে রামের মূর্তি বানানো নিয়ে এত বিতর্ক হচ্ছে কেন?'
আরও পড়ুন - দেশদ্রোহীরা বানিয়েছে, তাজমহল ভারতীয় সংস্কৃতির কলঙ্ক, বললেন বিজেপি নেতা সঙ্গীত সোম
তাজমহল নিয়ে সাম্প্রতিক বিকর্কে সোমবার ঘি ঢেলেছিলেন বিজেপি বিধায়ক সঙ্গীত সোম। মেরঠে এক জনসভায় তিনি বলেন, 'তাজমহল দাসত্বের প্রতীক।'