মন্ত্রিত্ব নিয়ে চলবে না জোরাজুরি, টিম মোদীতে থাকছেন কে? বজায় ধোঁয়াশা

ছাব্বিশে মে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। কিন্তু কে কে থাকবেন মোদী-মন্ত্রিসভায়? এনিয়ে এখনও বহাল রইল ধোঁয়াশা। দল এবং এনডিএ শরিকদের উদ্দেশে ইতিমধ্যেই ভাবী প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, মন্ত্রিত্বের জন্য জোরাজুরি করা চলবে না। যদিও শিবসেনা থেকে এলজেপি প্রায় সব শরিক দলই মন্ত্রিত্ব নিয়ে দরবার শুরু করে দিয়েছেরাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান নরেন্দ্র মোদী। শপথগ্রহণ অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা হয়েছে। কিন্তু জানা নেই কারা মন্ত্রী হচ্ছেন । নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত্‍-পর্বে তাঁর কাছে এদিন মন্ত্রীদের নামের তালিকা চান রাষ্ট্রপতি। মন্ত্রী কারা হচ্ছেন, এ নিয়ে এখনও একটি শব্দও প্রকাশ্যে উচ্চারণ করেনি বিজেপি। ভাবী প্রধানমন্ত্রী এদিন স্পষ্ট করে দিয়েছেন, শরিকদের পাশে নিয়েই চলবে এনডিএ। তবে বিজেপি যে একক সংখ্যাগরিষ্ঠ দল, এই কথাও মনে করিয়ে দিয়েছেন।

Updated By: May 20, 2014, 09:15 PM IST

ছাব্বিশে মে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। কিন্তু কে কে থাকবেন মোদী-মন্ত্রিসভায়? এনিয়ে এখনও বহাল রইল ধোঁয়াশা। দল এবং এনডিএ শরিকদের উদ্দেশে ইতিমধ্যেই ভাবী প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, মন্ত্রিত্বের জন্য জোরাজুরি করা চলবে না। যদিও শিবসেনা থেকে এলজেপি প্রায় সব শরিক দলই মন্ত্রিত্ব নিয়ে দরবার শুরু করে দিয়েছেরাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান নরেন্দ্র মোদী। শপথগ্রহণ অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা হয়েছে। কিন্তু জানা নেই কারা মন্ত্রী হচ্ছেন । নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত্‍-পর্বে তাঁর কাছে এদিন মন্ত্রীদের নামের তালিকা চান রাষ্ট্রপতি। মন্ত্রী কারা হচ্ছেন, এ নিয়ে এখনও একটি শব্দও প্রকাশ্যে উচ্চারণ করেনি বিজেপি। ভাবী প্রধানমন্ত্রী এদিন স্পষ্ট করে দিয়েছেন, শরিকদের পাশে নিয়েই চলবে এনডিএ। তবে বিজেপি যে একক সংখ্যাগরিষ্ঠ দল, এই কথাও মনে করিয়ে দিয়েছেন।

মন্ত্রক নিয়ে ঝোলাঝুলি বন্ধ করতেই কি খোলাখুলি এই বার্তা দিতে হল নরেন্দ্র মোদীকে? এনিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। শোনা যাচ্ছে, শিবসেনা, তেলেগু দেশম পার্টি, বা রামবিলাস পাসোয়ানের এলজেপি-র মতো দল গুরুত্বপূর্ণ মন্ত্রক পেতে ইতিমধ্যে তদ্বির শুরু করে দিয়েছে।

কর্নাটক থেকে বিএস ইয়েদ্দুরাপ্পার নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল ইতিমধ্যে দেখা করেছে মোদীর সঙ্গে। গোয়া মহারাষ্ট্র থেকেও নেতাদের দাবি-দাওয়া শোনা যাচ্ছে। মন্ত্রিসভায় নিজের সম্মানজনক মন্ত্রক পাকা করতে তত্‍পর বিজেপির একাধিক শীর্ষ নেতাও।
কিন্তু গুজরাত মডেলে বিশ্বাসী মোদীর ইচ্ছে, কম মন্ত্রক-বেশি কাজ। এত চাহিদার মুখে কীরকম হবে মোদী-মন্ত্রিসভা, কাদের দেখা যাবে মন্ত্রিপদে ?

.