তেহলকা কাণ্ড: ধর্ষণের অভিযোগে নিজের জন্য অন্তর্বতীকালীন জামিনের আবেদন করলেন তরুণ তেজপাল

জুনিয়ার সাংবাদিককে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তেহলকার সৃষ্টিকর্তা স্টিং অপারেশন কিং তরুণ তেজপাল দিল্লি হাইকোর্টে অন্তর্বতীকালীন জামিনের আবেদন করলেন। আগামিকাল তাঁর আবেদনের রায় দেওয়া হবে।

Updated By: Nov 25, 2013, 02:10 PM IST

জুনিয়ার সাংবাদিককে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তেহলকার সৃষ্টিকর্তা স্টিং অপারেশন কিং তরুণ তেজপাল দিল্লি হাইকোর্টে অন্তর্বতীকালীন জামিনের আবেদন করলেন। আগামিকাল তাঁর আবেদনের রায় দেওয়া হবে।
এর আগে তাঁর ওপর মানসিক চাপ সৃষ্টির অভিযোগ এনেছিলেন নির্যাতিতা সাংবাদিক। তেহেলকা অফিসে হানা দিয়ে সংস্থার ম্যানেজিং এডিটর সোমা চৌধুরীকে জেরা করেন গোয়া পুলিস। তবে এখনও পর্যন্ত জেরা করা হয়নি তরুণ তেজপালকে।
সহকর্মীকে যৌন হেনস্থার অভিযোগ। স্টিং অপারেশনের কিং-এর বিরুদ্ধে এমন অভিযোগে তোলপাড় গোটা দেশ। ঘটনা সামনে আসতেই তদন্তের নির্দেশ দেয় গোয়া সরকার। আর সেই তদন্তে গোয়া পুলিসের সঙ্গে যোগ দিয়েছে দিল্লি পুলিসও। গোয়া পুলিসের ওপর বাড়তি চাপ তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর? সুকৌশলে সেই জবাব এড়িয়ে গেছেন মুখ্যমন্ত্রী।
কিন্তু যাঁকে ঘিরে এত বিতর্ক সেই তরুণ তেজপাল ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে ছ-মাসের ছুটিতে চলে গিয়েছেন। সেখানেই উঠেছে প্রশ্ন। নিজের শাস্তি কি নিজেই ঠিক করবেন তরুণ তেজপাল? পুলিসে এখনও অভিযোগ জানাননি নিগৃহীতা মহিলা।

.