ধর্ষণের অভিযোগে স্টিংকিং তরুণ তেজপালকে গ্রেফতার করল গোয়া পুলিস
গ্রেফতারের মুখে তরুণ তেজপাল। যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন তিনি।
ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল তেহলকা সম্পাদক তরুণ তেজপালকে।
আজ সন্ধেয় তেজপালের আগাম জামিনের আর্জি খারিজ করে দেয় গোয়ার আদালত। দুপুরে শুনানি শেষ হওয়ার বেশ কয়েকঘণ্টা পর রায় দেন বিচারক। তরুণী সাংবাদিককে যৌন নিগ্রহের মামলায় সরকারি আইনজীবী তেজপালের চোদ্দো দিনের পুলিস হেফাজতের আবেদন জানান। সরকারের তরফে আদালতে বলা হয়, তদন্তের জন্য তহেলকার প্রতিষ্ঠাতা সম্পাদককে পুলিস হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। হেফাজতে না থাকলে তেজপাল তদন্তে প্রভাব খাটাতে পারেন বলেও দাবি করেন সরকারি আইনজীবী। গ্রেফতার এড়াতে তরুণ তেজপালের কৌসুলি বলেন, আদালত চাইলে তেজপাল পাসপোর্ট জমা রাখবেন। এমনকি, তদন্তকারীদের সাহায্য করতে তিনি গোয়ায় থেকে যেতেও রাজি আছেন। এই মুহুর্তে নিজের আইনজীবীদের সঙ্গে গোয়া পুলিসের ক্রাইম ব্রাঞ্চেই রয়েছেন স্টিং কিং তরুণ তেজপাল। কোন দিকে তেজপালের ভবিষ্যৎ। দেখুন TIME LINE-
৮টা ১০: তরুণ তেজপালের জামিনের আর্জি খারিজ। তাঁকে গ্রেফতার করবে গোয়া পুলিস। জেরা করবে ক্রাইম ব্রাঞ্চ।
বিকেল ৪টে: আদালতে পৌঁছল গোয়া পুলিস। কিছুক্ষণেই তেজপালের শুনানি।
৩টে: যা হয়েছে তা ভুলে যাওয়া যাচ্ছে না। তদন্ত এখনও চলছে। আমি কোনও মন্তব্য করতে চাই না। বললেন সমাজকর্মী মেধা পাঠকর।
২টো ৩৬: গোয়ার এনএসইউআই-এর প্রসিডেন্ট পুলিসের অভিযোগ আনলেন, 'মধু কিশওয়ার যৌন নির্যাতনের শিকার মহিলা সাংবাদিকের নাম প্রকাশ করে দিয়েছেন।'
১২টা ৪০: গোয়া আদালত চত্ত্বরে আক্রান্ত তরুণ তেজপাল। বিক্ষোভকারীরা তাঁকে লক্ষ্য করে কালি ছুঁড়ে মারেন। আততায়ীকে ধরে ফেলে পুলিস।
১২টা ২৯: তেজপালের অন্তর্বর্তী জামিনের শুনানি কাজ বিকেল ৪টে ৩০ পর্যন্ত স্থগিত রাখা হল। শুনানি শেষ। ৪.৩০টের পর রায় শোনাবে আদালত।
১২টা ২৫: তেজপালের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করার পক্ষে জোরাল সওয়াল করল সরকার পক্ষের আইনজীবী।
১০টা ২৮: ক্রাইম ব্রাঞ্চের অফিস ঘুরে গোয়া আদালতে পৌঁছলেন তরুণ তেজপাল। সেখানে তাঁর অন্তর্বর্তী জামিনের শুনানি হবে।
১০টা ১২: তেজপালের অন্তর্বর্তী জামিনের শুনানির কাজ শুরু হল। আদালতে রয়েছেন তাঁর স্ত্রী ও বোন।
১০টা ০৮: গোয়া আদালতে পৌঁছেছে তেজপাতেল আইনজীবীরা।
সকাল ১০টা: শুনানি শুরুর আগে গোয়া আদালতে ক্রাইম ব্রাঞ্চের দল।
৯টা ৩৩: গোয়া আদালতের সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা।