Tejaswi Yadav | Kanhaiya Kumar: বৈঠকের আগেই বিরোধি ঐক্যে ফাটল! কানহাইয়ার সঙ্গে এক মঞ্চে নেই তেজস্বী
Bihar Politics: সূত্রের দাবি, কানহাইয়া কুমারের কারণেই এই অনুষ্ঠান থেকে দূরে ছিলেন তেজস্বী যাদব। অনুষ্ঠান চলাকালীন, যখন কানহাইয়া কুমারকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তেজস্বী যাদব প্রোগ্রামে আসেননি, তখন তিনি স্পষ্ট উত্তর না দিয়ে বলেছিলেন, অনুষ্ঠানের চেয়ারম্যান কিছু বলছেন, দয়া করে তাঁর বক্তব্যকে সম্মান করুন।
![Tejaswi Yadav | Kanhaiya Kumar: বৈঠকের আগেই বিরোধি ঐক্যে ফাটল! কানহাইয়ার সঙ্গে এক মঞ্চে নেই তেজস্বী Tejaswi Yadav | Kanhaiya Kumar: বৈঠকের আগেই বিরোধি ঐক্যে ফাটল! কানহাইয়ার সঙ্গে এক মঞ্চে নেই তেজস্বী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/06/01/423224-tejaswi-and-kanhaiya.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১২ জুন পাটনায় অনুষ্ঠিত হতে চলেছে বিরোধী ঐক্য সম্মেলন। এর আগে বুধবার কুমহার সমাজ সমন্বয় সমিতি আয়োজিত একটি কর্মসূচি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন আরজেডি নেতা এবং বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। কংগ্রেস নেতা কানহাইয়া কুমারকে এর কারণ বলে মনে করা হচ্ছে। তাকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন আয়োজকরা।
সূত্রের দাবি, কানহাইয়া কুমারের কারণেই এই অনুষ্ঠান থেকে দূরে ছিলেন তেজস্বী যাদব। আয়োজকরা তেজস্বী যাদবকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারা দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন এবং বারবার RJD নেতার অফিসে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি। এরপরেই কানহাইয়া কুমারের হাতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রতিমন্ত্রী অশোক চৌধুরী ও মহম্মদ ইসরাইল মানসুরি।
অনুষ্ঠান চলাকালীন, যখন কানহাইয়া কুমারকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তেজস্বী যাদব প্রোগ্রামে আসেননি, তখন তিনি স্পষ্ট উত্তর না দিয়ে বলেছিলেন, অনুষ্ঠানের চেয়ারম্যান কিছু বলছেন, দয়া করে তাঁর বক্তব্যকে সম্মান করুন। এখানে যারা এসেছেন আমি তাদের দেখতে চাই। আমি আপনাদেরকে অনুরোধ করছি তাদেরকে দেখার জন্য আমাকে একটু জায়গা দিন।
আরও পড়ুন: Sivok Rangpo Project: চিনকে কড়া বার্তা ভারতের, এবার এলএসি-র সঙ্গে সরাসরি রেলপথে জুড়ছে দিল্লি
তবে, সূত্র মারফত জানা গিয়েছে যে তেজস্বী যাদব কানহাইয়া কুমারের সঙ্গে মঞ্চ ভাগ করতে আগ্রহী নন। ২০১৯ সালে, কানহাইয়া কুমার বিজেপির গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে বাম প্রার্থী হিসাবে বেগুসরাই থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বাম নেতারা তখন আরজেডিকে এই আসন থেকে প্রার্থী না দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।
আরও পড়ুন: Gujarat News: 'তুচ্ছ' কারণে ভয়ংকর কাণ্ড, মেয়েকে পরপর ২৫ বার ছুরির কোপ বাবার
যদিও, কানহাইয়া কুমার নির্বাচনে হেরে যান আরজেডি সেখান থেকে প্রার্থী দেওয়ার পরে। মনে করা হয় মহাজোটের ভোট কানহাইয়া কুমার এবং আরজেডি প্রার্থীর মধ্যে বিভক্ত হয়েছিল।
আরও জানা গিয়েছে যে লালু প্রসাদের পরিবার বিশ্বাস করে যে কানহাইয়া কুমার বিহারের রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করলে, তেজস্বী যাদব মুসলিম ভোট থেকে বঞ্চিত হতে পারেন।