তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কনভয় রুখল একদল মোষ
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন ভারী গুরত্বপূর্ণ একটা কাজে। সেই কাজে বাধা পড়ল একদল মোষের 'মোষগিরি'তে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মোষেরা শুরু করল পায়চারি। ব্যস, ঠায় হয়ে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী কালভাকুন্তলা চন্দ্রশেখর রাও-এর কনভয়। হইহই করে নেমে পড়লেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা।
ওয়েব ডেস্ক: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন ভারী গুরত্বপূর্ণ একটা কাজে। সেই কাজে বাধা পড়ল একদল মোষের 'মোষগিরি'তে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মোষেরা শুরু করল পায়চারি। ব্যস, ঠায় হয়ে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী কালভাকুন্তলা চন্দ্রশেখর রাও-এর কনভয়। হইহই করে নেমে পড়লেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা।
পুলিসের বড় কর্তারা লাঠি হাতে মোষ খেদাতে নেমে পড়লেন। কিন্তু কে শোনে কার কথা। অনেক তাড়ানোর পরেও সরতেই চাইলো না মোষেরা। যেন আন্দোলনে নেমে মুখ্যমন্ত্রীর কাছে দাবি আদায়ে নেমেছে তারা। শেষ অবধি পুলিসের অনেক কসরতের পর মোষেদর দল সরে গেল। মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের সময় নষ্ট করে মাথা নাড়তে নাড়তে মাঠে চলে গেল মোষের দল।