তেলেঙ্গানার দাবিতে প্রতিবাদ, বিশ্ববিদ্যালয়ে চলল কাঁদানে গ্যাস

তেলেঙ্গানার দাবিতে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মিছিলের ওপর কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিস। রবিবার নিমেষের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয় চত্বর। পুলিসকে লক্ষ্য করে ইট ছোঁড়ে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিস ও আধাসেনা মোতায়েন করা হয়েছে। পুলিসের লাঠিচার্জে বেশকিছু ছাত্র আহত হয়েছেন। ছাত্রদের প্রতিহত করতে বিশ্ববিদ্যালয়ের সবকটি প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে।

Updated By: Jan 27, 2013, 03:18 PM IST

তেলেঙ্গানার দাবিতে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মিছিলের ওপর কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিস। রবিবার নিমেষের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয় চত্বর। পুলিসকে লক্ষ্য করে ইট ছোঁড়ে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিস ও আধাসেনা মোতায়েন করা হয়েছে। পুলিসের লাঠিচার্জে বেশকিছু ছাত্র আহত হয়েছেন। ছাত্রদের প্রতিহত করতে বিশ্ববিদ্যালয়ের সবকটি প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ রাজ্যপাল ইএসএল নরসিমার পদত্যাগ ও পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে রাজভবন অভিযানের আয়োজন করে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। পুলিস তাতে বাধা দেয় বলে অভিযোগ। রাজভবনের আগেই ছাত্রদের `বাইক র‌্যালি` থামিয়ে দেয় পুলিস। প্রতিবাদরত ছাত্র নেতাদের সঙ্গে পুলিসের বচসাও বাঁধে।
অন্যদিকে খইরাতাবাদে মোড়ে জড়ো হন একদল ছাত্র। রাজভবনে যাওয়ার পথে তাঁদেরকেও গ্রেফতার করে পুলিস। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে তেলেঙ্গানা ইস্যুতে বেশকিছু বড় আন্দোলনের সাক্ষী থেকেছে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়।

.