আসামের কোকরাঝরে সন্ত্রাসবাদীদের গুলি বৃষ্টি, নিহত ৭

আসামের কোকরাঝরে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারালেন সাত জন সাধারণ মানুষ। শুক্রবার সকালে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করেই গুলি বৃষ্টি শুরু করে সন্ত্রাসবাদীরা।

Updated By: May 2, 2014, 10:37 AM IST

আসামের কোকরাঝরে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারালেন সাত জন সাধারণ মানুষ। শুক্রবার সকালে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করেই গুলি বৃষ্টি শুরু করে সন্ত্রাসবাদীরা। কোকরাঝরের বালাপারাতে ঘটনাটি ঘটেছে।

ন্যাশনল ডেমক্র্যাটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ডের জঙ্গিরাই এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

সেনা সূত্রে খবর, বালাপারাজন গ্রামের দুটি বাড়িতে সশস্ত্র জঙ্গিরা লুকিয়ে ছিল। রাত ১টা নাগাদ তারা গুলি বর্ষণ শুরু করে। দু'জন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিস সূত্রে খবর, গতরাতে একদল জঙ্গি আনন্দবাজার অঞ্চলে একটি বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। তাদের গুলির শিকার হয় এক শিশু ও দুই মহিলা।

সেনাবাহিনী ও পুলিস সন্ত্রাসবাদীদের খোঁজে ওই অঞ্চলে ব্যাপক চিরুনি তল্লাসি শুরু করেছে।

.