দাউদ সঙ্গীর বাড়ি থেকে উদ্ধার একে ৫৬ রাইফেল সহ বহু অস্ত্র-কার্তুজ
২০১৬ সালে নইমকে গ্রেফতার করে। প্রাক্তন দাউদ সঙ্গী ইকবাল অতরওয়ালাকে খুনের অভিযোগ রয়েছে নাইমের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদন: থানে পুলিসের জালে দাউদ ঘনিষ্ঠ এক ব্যক্তির স্ত্রী। তার কাছ থেকে উদ্ধার হল বেশকিছু আগ্নেয়াস্ত্র।
দাউদ সঙ্গী হিসেবে নইম খান অন্ধকার জগতে একটি পরিচিত নাম। সম্প্রতি ২ মাদক পাচারকারিকে জেরা করে নইমের স্ত্রীর সন্ধান পায় পুলিস। নইমের স্ত্রী ইয়াসমিনের ঘরে হানা দিয়ে পুলিস একটি একে ৫৬ রাইফেল, একটি ৯ এমএম পিস্তল, ১০৮ রাইন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। ইসাসমিনের ফ্ল্যাট রয়েছে মুম্বইয়ের গোরেগাঁওয়ে।
আরও পড়ুন-বিয়ের এক বছরের মাথায় ৯ মাসের অন্তঃসত্ত্বাকে পুড়িয়ে মারার চেষ্টা স্বামী-শাশুড়ির
গত ৫ জুলাই ফাঁদ পেতে সওকত কাশ্মীরি ও সঞ্জয় রাবোদি নামে ২ মাদাক পাচারকারিকে গ্রেফতার করে পুলিস। এদের জেরা করেই পুলিস জানাতে পারে নইমের ঘরে লুকানো রয়েছে অত্যাধুনিক অস্ত্র। নইম বর্তমানে জেলে। তার অস্ত্র লুকোনো ছিল স্ত্রী ইয়াসমিনের ঘরে।
আরও পড়ুন-'বেলগাড়ি' খোঁচায় কংগ্রেসে 'সার্জিক্যাল স্ট্রাইক' মোদীর
২০১৬ সালে নইমকে গ্রেফতার করে। প্রাক্তন দাউদ সঙ্গী ইকবাল অতরওয়ালাকে খুনের অভিযোগ রয়েছে নাইমের বিরুদ্ধে। রবিবার আদালতে তেলা হচ্ছে ইয়াসমিনকে।