যে যে ক্ষেত্রে আপনাকে আধারের সঙ্গে PAN লিংক করতে হবে না
করফাঁকি আটকাতে আধারের সঙ্গে প্যান কার্ড লিংক করা ১ জুলাই থেকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র। লিংক না থাকলে, করদাতারা অনলাইনে ই-রিটার্ন ফাইল করতে পারবেন না বলে জানিয়েছে আয়কর দফতর। একইসঙ্গে, নতুন প্যান কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রেও ১২ ডিজিটের আধার নাম্বার দেওয়া বাধ্যতামূলক করেছে কেন্দ্র।
ওয়েব ডেস্ক : করফাঁকি আটকাতে আধারের সঙ্গে প্যান কার্ড লিংক করা ১ জুলাই থেকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র। লিংক না থাকলে, করদাতারা অনলাইনে ই-রিটার্ন ফাইল করতে পারবেন না বলে জানিয়েছে আয়কর দফতর। একইসঙ্গে, নতুন প্যান কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রেও ১২ ডিজিটের আধার নাম্বার দেওয়া বাধ্যতামূলক করেছে কেন্দ্র।
তবে, বেশ কয়েকটি ক্ষেত্রে আধারের সঙ্গে প্যান কার্ড লিংক করায় দেওয়া হচ্ছে ছাড়পত্র। যেমন-
১) কোনও ব্যক্তি যদি আসাম, জম্মু-কাশ্মীর ও মেঘালয়ের বাসিন্দা হন।
২) কেউ যদি দীর্ঘদিন ধরে প্রবাসী ভারতীয় হন।
৩) কারোর বয়স যদি ৮০ বা তার বেশি হয়।
৪) ভারতীয় নাগরিক নয় এমন ব্যক্তির ক্ষেত্রে।
ইতিমধ্যেই প্রায় ২.০৭ কোটি মানুষ আধারের সঙ্গে লিংক করিয়েছেন তাদের প্যান কার্ড। এই মুহূর্তে দেশে ২৫ কোটির বেশি প্যান কার্ড হোল্ডার রয়েছেন। পাশাপাশি আধার ইস্যু করা হয়েছে ১১১ কোটি মানুষকে।
আরও পড়ুন, নিশ্চিন্ত থাকুন! আধারের সঙ্গে লিংক না করলেও, আপনার PAN কার্ডটি বাতিল হচ্ছে না