রাজীবকে জেরা করতে চায় CBI, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মামলার শুনানি

এদিন সেই আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেই শুনানি দু সপ্তাহ পিছিয়ে গেল।

Updated By: Feb 23, 2021, 02:48 PM IST
রাজীবকে জেরা করতে চায় CBI, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মামলার শুনানি
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: আজই রাজীব মামলার শুনানির কথা ছিল। তবে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজীব-মামলার শুনানি। সারদা মামলায় কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে তারা আবার জেরা করতে চায় বলে জানায় সিবিআই। গত বছরের ডিসেম্বর মাসে, সারদা মামলায় রাজীব কুমারকে হেফাজতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিল সিবিআই। সেই মামলারই শুনানি দু-সপ্তাহ পিছিয়ে গেল।

এদিন সেই আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেই শুনানি দু সপ্তাহ পিছিয়ে গেল। এর আগেও কয়েকবার তালিকাভুক্ত হয়ে শেষ পর্যন্ত মামলাটির শুনানি হয়নি। আদালত সিবিআইয়ের আবেদন মঞ্জুর করলে দেশ জুড়েই হইচই পড়ে যাওয়ার যেত। এই মুহূর্তে রাজ্যের একটি দফতরের সচিব পদে রয়েছেন রাজীব।

আরও পড়ুন: পেট্রোপণ্য GST-র আওতায় আনার প্রস্তাব কেন্দ্রের, লাভ হবে সাধারণ মানুষের!

সারদা মামলায় রাজ্যের বিশেষ তদন্তকারী দলের প্রধান ছিলেন রাজীব কুমার। সেই সূত্রেই এর আগে, ২০১৯ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছিল রাজীব কুমারকে। সিবিআই দাবি করেছিল, বহু তথ্য তিনি জানাতে চাননি। ফলে,পরে আবার জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। তাঁকে হেফাজতে নিয়ে জেরা করলে তাঁর সূত্রে অনেক রথী-মহারথী জড়িয়ে যেতে পারেন বলেও দাবি করা হচ্ছে।

সারদা-মামলায় তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করতে বলে রাজীব কুমারের জামিনের আবেদন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। যদিও সিবিআইয়ের দাবি, রাজীব কুমার সহযোগিতা করছেন না।

.