৩৬ ঘণ্টা পর বাগে এল মারুতি কারখানায় ঢুকে পড়া চিতা
ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার মানেসারের মারুতি কারখানার ভিতর ঢুকে পড়েছিল একটি চিতা। ৩৬ ঘণ্টা পর অবশেষে ঘুম পাড়ানো গেল সেই তাকে। বাগে এল চিতা।
বৃহস্পতিবার সকালে সিসিটিভিতে ধরা পড়ে কারখানার মধ্যে একটি চিতা ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় কারখানার কাজ। প্রাণভয়ে ছুটোছুটি পড়ে যায় কর্মীদের মধ্যে। খবর দেওয়া হয় বন দফতরে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসেন বনকর্মীরা। বার বারই সিসিটিভিতে নজরে আসে চিতাটির গতিবিধি। কারখানা জুড়ে চলে চিরুনি তল্লাশি। কিন্তু কিছুতেই চিতাটিকে বাগে আনা যাচ্ছিল না।
আরও পড়ুন, এক আইফোন প্রাণ বাঁচিয়ে দিল বন্দুকবাজের হাত থেকে!
শেষমেশ শুক্রবার দুপুর পৌনে দুটো নাগাদ কারখানার ইঞ্জিন প্ল্যান্টের মধ্যে ফের চিতাটিকে দেখতে পাওয়া যায়। এবার আর সুযোগ নষ্ট করেননি বন দফতরের কর্মীরা। চিতাটি ধরতে আরও দুটি খাঁচা পাতা হয়। দেওয়া হয় ছাগল ও কাঁচা মাংসের টোপও। অবশেষে ৩৬ ঘণ্টা পর বনকর্মীদের ছোঁড়া ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় চিতাটি।
Haryana: Leopard that entered Maruti Suzuki's plant in Manesar has been captured by forest officials after more than 30 hours. pic.twitter.com/hQLVmCgqO5
— ANI (@ANI) October 6, 2017
তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হবে বলে বন দফতরের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত হরিয়ানায় মারুতি কারখানাটির কাছেই একটি জঙ্গল রয়েছে। সেখান থেকেই চিতাটি ঢুকে পড়ে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন, 'টয়লেটে যেতে গিয়ে ভুল করে চেয়ারে বসে পড়ি', সাফাই রাধে মা-র