জুলাই থেকে যে পাঁচটি বিষয়ে আধার অবশ্যই লাগবে, জেনে নিন

জুলাই মাসের প্রথম দিন থকেই গোটা দেশে চালু হচ্ছে নয়া কর ব্যবস্থা। 'গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স', এই  নয়া কর নীতিতেই চলতে হবে গোটা দেশকে। কেন্দ্র সরকারের দাবি, 'জিএসটি'র কারণেই দেশে কর ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে। উল্লেখ্য, এর আগে বিগত বছর নভেম্বর মাসে 'নোট বন্দি' করে আর্থিক সংস্কারের পথে হেঁটেছে মোদী সরকার। ৫০০ এবং হাজার টাকার পুরনো নোট ব্যান করে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট চালু করে সরকার। এসবের সঙ্গেই এবার আধার-এও জোর দিতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অনলাইনে আর্থিক লেনদেন তো বটেই, নাগরিকের যাবতীয় তথ্যকেও সরকারি খাতায় গুরুত্ব সহকারে নথিভুক্ত করতেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই ১ জুলাই থেকে পাঁচটি বিষয়ে আধার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে মোদী মন্ত্রিসভা। জেনে নিন কোন কোন বিষয়ে আধার বাধ্যতামূলক- 

Updated By: Jun 20, 2017, 09:33 PM IST
জুলাই থেকে যে পাঁচটি বিষয়ে আধার অবশ্যই লাগবে, জেনে নিন

ওয়েব ডেস্ক: জুলাই মাসের প্রথম দিন থকেই গোটা দেশে চালু হচ্ছে নয়া কর ব্যবস্থা। 'গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স', এই  নয়া কর নীতিতেই চলতে হবে গোটা দেশকে। কেন্দ্র সরকারের দাবি, 'জিএসটি'র কারণেই দেশে কর ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে। উল্লেখ্য, এর আগে বিগত বছর নভেম্বর মাসে 'নোট বন্দি' করে আর্থিক সংস্কারের পথে হেঁটেছে মোদী সরকার। ৫০০ এবং হাজার টাকার পুরনো নোট ব্যান করে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট চালু করে সরকার। এসবের সঙ্গেই এবার আধার-এও জোর দিতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অনলাইনে আর্থিক লেনদেন তো বটেই, নাগরিকের যাবতীয় তথ্যকেও সরকারি খাতায় গুরুত্ব সহকারে নথিভুক্ত করতেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই ১ জুলাই থেকে পাঁচটি বিষয়ে আধার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে মোদী মন্ত্রিসভা। জেনে নিন কোন কোন বিষয়ে আধার বাধ্যতামূলক- 

- ইনকাম ট্যাক্স রিটার্নস-এর ফাইল করতে গেলে অবশ্যই লাগবে আধার নম্বর। 
- প্যান কার্ডের জন্য আবেদন করতেও প্রয়োজন হবে আধার। 
- প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমে পেনশন পেতে গেলেও লাগবে আধার নম্বর। 
- আধার পেমেন্ট, অর্থাৎ অনলাইনে টাকা পয়সার লেনদেনেও আধার বাধ্যতামূলক করেছে কেন্দ্রের সরকার। 
- গ্যাসের ভর্তূকি পেতে অবশ্যই প্রয়োজন হবে আধার নম্বর।

.