CBSE কমপার্টমেন্ট পরীক্ষা নিয়ে আজও রায় অধরা সুপ্রিম কোর্টে, পরবর্তী শুনানি ১৪ সেপ্টেম্বর

বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে, সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। ঐচ্ছিক পরীক্ষার বিষয়ে CBSE এক বিবৃতিতে জানিয়েছে, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পারফর্ম্যান্স উন্নয়নের জন্য বোর্ড পরীক্ষা নেওয়া হবে।

Reported By: জ্যোতির্ময় কর্মকার | Updated By: Sep 10, 2020, 12:42 PM IST
CBSE কমপার্টমেন্ট পরীক্ষা নিয়ে আজও রায় অধরা সুপ্রিম কোর্টে, পরবর্তী শুনানি ১৪ সেপ্টেম্বর
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  CBSE দশম ও দ্বাদশ শ্রেণির কমপার্টমেন্ট পরীক্ষা নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিতে কোনও জটিলতা কাটল না। পরবর্তী শুনানি ১৪ সেপ্টম্বর।

বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে, সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। ঐচ্ছিক পরীক্ষার বিষয়ে CBSE এক বিবৃতিতে জানিয়েছে, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পারফর্ম্যান্স উন্নয়নের জন্য বোর্ড পরীক্ষা নেওয়া হবে।

যে সব পড়ুয়ারা তাদের নম্বর আরও ভালো করতে চায় তারা এই উন্নতি পরীক্ষায় অংশ নিতে পারে। ২২ অগস্ট ২০২০ বিকেল পাঁচটা পর্যন্ত পড়ুয়ারা এই পরীক্ষায় বসবে। সুপ্রিম কোর্টের এদিনের শুনানিতেও কোনও সমাধান না হওয়ায় ২০ তারিখই পরীক্ষা হবে বলে ধরে নেওয়া হচ্ছে।
নাবালিকাকে 'শ্লীলতাহানি' গৃহশিক্ষিকার স্বামীর, গণধোলাইয়ের পর তুলে দেওয়া পুলিসের হাতে

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবডে-সহ অন্য বিচারপতি এই আবেদনের শুনানি করেন। আবেদনে বলা হয়, '‌কমপার্টমেন্ট পরীক্ষা পরিচালনার জন্য CBSE কর্তৃক গৃহীত সিদ্ধান্ত নিজেই ত্রুটিযুক্ত এবং ২৯.০৭.২০২০ তারিখের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকাগুলি সম্পূর্ণ উপেক্ষা করে।’‌ 

 

প্রসঙ্গত, গত বছরের আইসিএসসি এবং আইএসসি পরীক্ষায় প্রথম চালু হয় কমপার্টমেন্ট পরীক্ষা। মন মতো নম্বর না পেলে সেই বছরই আবার পরীক্ষার্থীরা যাতে পরীক্ষায় বসতে পারে, সে জন্য কমপার্টমেন্ট পরীক্ষার আয়োজন করা হয়। আগে তার জন্য অপেক্ষা করতে হত এক বছর।

.