আগামিকাল থেকে এইসব নথি ছাড়া বিমানের টিকিট বুক করতেই পারবেন না
ওয়েব ডেস্ক: শুক্রবার ‘নো ফ্লাই লিস্ট’ নিয়ম চালু করছে কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রক। অর্থাত্ এবার বিমানে টিকিট বুক করতে বাধ্যতামূলক হতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী টিকিট বুক করার জন্য লাগবে আধার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা প্যান কার্ড নম্বর। তবে এখনও পর্যন্ত ঠিক হয়নি ভোটার আইডি কার্ড দিয়ে টিকিট কাটা যাবে কিনা।
‘নো ফ্লাই লিস্ট’ চালুর কারণ ব্যাখ্যা করতে গিয়ে কেন্দ্র জানিয়েছে, বিমানে যাত্রীদের অভব্য আচরণ রুখতে এমন পদক্ষেপ করা হয়েছে। এমনকী, ভবিষ্যতে ওই যাত্রীদের বিমানে চড়তে দেওয়ার ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। ডিজিটাল বোর্ডিং কার্ড পেতে আধার নম্বর দরকার হতে পারে বলে জানা যাচ্ছে।