ওয়েব ডেস্ক : এবার ভারতের বিদেশ মন্ত্রকের যাবতীয় তথ্য ও আপডেপ পাওয়া যাবে ফেসবুকেও। গতকালই বিদেশ মন্ত্রকের পক্ষ থকে তাদের ফেসবুক পেজটি অ্যাকটিভ করে দেয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ এক বিব্রিতিতে একথা জানিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এতদিন পর্যন্ত টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ একাধিক সোশ্যাল মিডিয়াতে ছিল বিদেশ মন্ত্রকের তথ্য। এবার সেই সঙ্গে যুক্ত হল ফেসবুক পেজও।


আরও পড়ুন- 'ভারতের কোনও বিমানবন্দরই নিরাপদ নয়'


তাদের এই উদ্যোগের ফলে, বহু মানুষ যেমন বিদেশ মন্ত্রকের কার্যকারিতা সম্পর্কে জানতে পারবে, তেমনই প্রয়োজনে নিজেদের অভিযোগও সহযেই জানানো সম্ভব হবে। ভারতের ফেসবুকের পাবলিক পলিসি ডাইরেক্টর আঁখি দাস জানিয়েছেন, বিদেশ মন্ত্রক এবার মানুষের আরো কাছে পৌঁছতে পারবে এর ফলে।