মুম্বইয়ের আকাশে ড্রোন ওড়ানোর অভিযোগে গ্রেফতার ৩

বিনা অনুমতিতে আকাশে ড্রোন ওড়ানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হল। তাদের বিরুদ্ধে IPC-র ১৮৮, ২৮৭ ও ৩৩৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Updated By: Oct 20, 2016, 07:14 PM IST
মুম্বইয়ের আকাশে ড্রোন ওড়ানোর অভিযোগে গ্রেফতার ৩

ওয়েব ডেস্ক : বিনা অনুমতিতে আকাশে ড্রোন ওড়ানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হল। তাদের বিরুদ্ধে IPC-র ১৮৮, ২৮৭ ও ৩৩৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল একটি বেসরকারি বিমান সংস্থার পাইলট মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় আকাশে ড্রোনটি দেখতে পান। সঙ্গে সঙ্গেই তিনি তা বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা CISF-কে জানান। এরপরই গোটা বিষয়টি নিয়ে শুরু হয় তদন্ত।

আরও পড়ুন- ভারতে ৩০ লক্ষেরও বেশি ডেবিট কার্ড অসুরক্ষিত

এরপরই আজ খোঁজ চালিয়ে মুম্বইয়ের চারকোপ এলাকা থেকে তাদের গ্রফতার করা হয়। জানা যায়, ধৃতদের মধ্যে রাহুল রাজকুমার জয়সওয়াল ও রানা সুভাস সিং একটি তথ্যচিত্র তৈরির কাজে নেমেছে। অন্যদিকে, বিধিচাঁদ জয়সওয়াল ড্রোন ভাড়া দেওয়ার কাজ করে। তাদের কাছ থেকে একটি ক্যামেরা, একটি আই-প্যাড ও একটি ড্রোন আটক করা হয়েছে। ধৃতদের পুলিসি হেপাজতে নেওয়া হয়েছে। উল্লেখ্য, জঙ্গি নাশকতার হুমকির মাঝে ড্রোনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

.