বাড়ি ভেঙে মৃত্যু হল কমপক্ষে ৫ জনের, আহত ৭
ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মী, পুলিস। উদ্ধারকাজে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলার কর্মীরা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ধ্বংসস্তূপের মধ্যে এখনও অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। আহতদের দিল্লির দীপচন্দ বন্ধু হাসপাতালে ভর্তি করা হয়েছে
![বাড়ি ভেঙে মৃত্যু হল কমপক্ষে ৫ জনের, আহত ৭ বাড়ি ভেঙে মৃত্যু হল কমপক্ষে ৫ জনের, আহত ৭](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/09/26/143702-house.jpg)
নিজস্ব প্রতিবেদন: দিল্লির অশোক বিহারে বাড়ি ভেঙে মৃত্যু হল কমপক্ষে ৫ জনের। আহত ৭ জন। উত্তর-পশ্চিম দিল্লির অশোকবিহারের একটি তিন তলা বাড়ি ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ।
ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মী, পুলিস। উদ্ধারকাজে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলার কর্মীরা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ধ্বংসস্তূপের মধ্যে এখনও অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। আহতদের দিল্লির দীপচন্দ বন্ধু হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে চার জন শিশু। মুন্নি নামে এক মহিলাকেও শনাক্ত করা গিয়েছে।
আরও পড়ুন- বিমানে শ্বাসকষ্টে মৃত্যু হল ১১ মাসের শিশুর
উত্তর দিল্লির মিউনিসিপলের এক আধিকারিক জানিয়েছেন, ভবনটি ২০ বছরের পুরনো। ভগ্নদশায় পরিণত হয়েছিল ভবনটি। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন, সব কিছু জেনেও কেন ব্যবস্থা নেয়নি প্রশাসন। রীতিমতো ক্ষোভে ফুঁসছেন অশোক বিহারের বাসিন্দারা।