কালো টাকার পর আজ একশো দিনের কাজ ইস্যুতে সংসদে সরব তৃণমূল
কালো টাকা ইস্যুর পর একশো দিনের কাজ। একশো দিনের কাজে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আজ সংসদে সরব তৃণমূল। সকালে মাটির হাঁড়ি নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা।
গত কয়েকদিন কালো টাকা ইস্যুতে সংসদের ভিতরে বাইরে সরব হয় তৃণমূল। কালো ছাতা ও কালো শাল নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। কালো টাকার বিক্ষোভে তৃণমূল সাংসদদের হাতিয়ার ছিল ছাতা। বৃহস্পতিবার তা সংসদের বাইরে বেরিয়ে হল কালো শাল।
অধিবেশন শুরু হতেই কালো টাকা ইস্যু নিয়ে সরব বিরোধীরা। সংসদীয় বিষয়ক মন্ত্রী অবশ্য মুখ খুললেন অধিবেশনের একেবার শেষদিকে। রুখে দাঁড়ালেন তৃণমূল সাংসদরা। আর তখনই সারদা খোঁচাটা দিয়ে পাল্টা চ্যালেঞ্জটা ছুঁড়ে দিলেন বেঙ্কাইয়া নাইডু। টেনে আনলেন অমিত শাহর সভা প্রসঙ্গও।