'রামলীলা ময়দানেই থাকার ব্যবস্থা হোক', ধরনার প্রস্তুতি নিয়ে ফের দিল্লি পুলিসকে চিঠি ডেরেকের
কেন্দ্রের বিরুদ্ধে বরাদ্দ বঞ্চনার অভিযোগ। ১০০ দিনের বকেয়ার দাবিতে রাজধানীতে তৃণমূল। ৩০ সেপ্টেম্বর রামলীলা ময়দানে ধরনায় মমতা-অভিষেক। দিল্লির ধরনায় তৃণমূলের ৫০ হাজার কর্মী। রামলীলা ময়দানেই থাকা খাওয়ার ব্যবস্থা হোক। এমন দাবি জানিয়ে ডিজিকে চিঠি ডেরেক ও ব্রায়ানের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একশো দিনের কাজে বঞ্চনার অভিযোগ। দিল্লির রামলীলা ময়দানে তৃণমূলের কর্মসূচিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধরনা কর্মসূচিতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। থাকবেন সব সাংসদ, বিধায়করা। পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা সভাধিপতিরা থাকবেন রামলীলা ময়দানের ধরনায়। কর্মসূচিতে যোগ দেবেন প্রায় পঞ্চাশ হাজার মানুষ । আগামী ৩০ তারিখ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ধরনা কর্মসূচি তৃণমূলের। রামলীলা ময়দানে আন্দোলনকারীদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে চেয়ে আর্জি।
আরও পড়ুন, Assam Shocker: ধর্ষণের পর নৃশংসভাবে তরুণীকে খুন, দুর্ঘটনার 'নাটক' সাজিয়ে পালানোর ছক যুবকের
কেন্দ্রের বিরুদ্ধে বরাদ্দ বঞ্চনার অভিযোগ। একশো দিনের বকেয়ার দাবিতে রাজধানীতে তৃণমূল। ৩০ সেপ্টেম্বর রামলীলা ময়দানে ধরনায় মমতা-অভিষেক। থাকছেন সব সাংসদ-বিধায়ক-জেলা সভাধিপতি। বকেয়া চাইতে কেন্দ্রকে চিঠি ৫০ লাখ উপভোক্তার। ডিজিকে চিঠি তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ানের। একশো দিনের কাজের প্রকল্পের বকেয়া চেয়ে ৫০ লাখ চিঠি পাঠানো হবে। এই ৫০ লাখ চিঠি একশো দিনের প্রকল্পের বেনিফিসিয়ারিদের।
রামলীলা ময়দানে ধরনাকারীদের থাকার জন্য ব্যবস্থা করতে চেয়ে ফের দিল্লি পুলিসকে আবেদন তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও ব্রায়েন ফের চিঠি দিলেন। দিল্লির ধরনায় তৃণমূলের ৫০ হাজার কর্মী। রামলীলা ময়দানেই থাকা খাওয়ার ব্যবস্থা হোক। এমন দাবি জানিয়ে ডিজিকে চিঠি ডেরেক ও ব্রায়ানের। এর আগেও এই সংক্রান্ত চিঠি দিয়েছিলেন তিনি। কিন্তু তার উত্তর পাননি। তাই আবার একবার চিঠি দিলেন সাংসদ।
১০০ দিনের কাজের টাকার দাবিতে তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি সেই কর্মসূচিতে প্রায় ৫০ হাজার মানুষ দিল্লি যাবেন। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ধরনা কর্মসূচিতে থাকা আন্দোলনকারীদের রামলীলা ময়দানে থাকার ব্যবস্থা করতে চেয়ে ফের আবেদন তৃণমূল কংগ্রেসের।
আরও পড়ুন, Anantnag Encounter: ৪৮ ঘন্টা ধরে চলছে এনকাউন্টার, অ্যাকশনে নিহত ৩ অফিসার, নিখোঁজ ১ সৈনিক