ত্রিপুরায় ২১ জুলাই: তৃণমূল নেতার উপর 'হামলা', গ্রেফতার দলের ৮২ জন কর্মী

টুইটে ঘটনার তীব্র নিন্দা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Updated By: Jul 21, 2021, 01:41 PM IST
ত্রিপুরায় ২১ জুলাই: তৃণমূল নেতার উপর 'হামলা', গ্রেফতার দলের ৮২ জন কর্মী

নিজস্ব প্রতিবেদন: জায়ান্ট স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ সম্প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। ত্রিপুরায় ২১ জুলাই পালন করতে গিয়ে গ্রেফতার হলেন ৮২ জন তৃণমূলকর্মী। 'হামলা'র মুখে পড়লেন দলের প্রবীণ নেতা আশিষলাল সিনহা। টুইট করে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের বাংলার মসনদে বসেছেন। এ রাজ্যে রুখে দিয়েছেন মোদী-শাহ জুটিকে। দেশের বিজেপি বিরোধিতার 'মুখ' এখন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই-ও আর স্রেফ বাংলায় সীমাবদ্ধ নেই, ভার্চুয়ালি মাধ্য়মে তৃণমূল সুপ্রিমোর ভাষণ এবার শোনা যাবে  ত্রিপুরা, অসম, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাটের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতেও।

আরও পড়ুন: চব্বিশের লক্ষ্যে ২১-এর অস্ত্রে শান, সুখেন্দুর নেতৃত্বে এবার যোগীর গড়ে ‘শহিদ দিবস'

কিন্তু কীভাবে? বিজেপিশাসিত ত্রিপুরায় রীতিমতো বিপাকে পড়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সে রাজ্যের জায়ান্ট স্ক্রিন অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে স্ক্রিন সরবরাহ না করার অভিযোগ উঠেছিল। তাদের পাল্টা দাবি ছিল, জেলাশাসকের লিখিত অভিযোগ নিতে হবে। তাহলে? সমস্যা সমাধানে  পর্দা টাঙিয়ে প্রোজেক্টরের মাধ্যমে মমতার ভাষণ শোনানোর ব্যবস্থা করেছে তৃণমূল। 

ঘড়িতে তখন সাড়ে ১১টা। এদিন সকালে ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানোর তোড়জোড় করছিলেন তৃণমূলকর্মীরা। তখন কোনও কারণ ছাড়াই ৮২ জনকে পুলিসকে গ্রেফতার করে অভিযোগ। এদিকে স্থানীয় কৈলাসনগরে তৃণমূল নেতার আশিসলাল সিনহার উপর হামলার চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। 

 

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.