রাজ্যের দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত্ সুদীপ-ডেরেক-অভিষেকের

রাজ্যের নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রীয় সরকার গড়মসি করছে বলে অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব।

Updated By: Jul 24, 2019, 05:04 PM IST
রাজ্যের দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত্ সুদীপ-ডেরেক-অভিষেকের

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন তৃণমূলের প্রতিনিধি দল। অধিবেশন চলাকালীন সংসদেই তাঁদের সময় দেন মোদী। সেখানেই গিতে তাঁর সঙ্গে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েনরা। উপলক্ষ, রাজ্যের নাম পরিবর্তন। 

রাজ্যের নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রীয় সরকার গড়মসি করছে বলে অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব। চলতি মাসের শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দেয়, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের নাম বদলে 'বাংলা' করা যাবে না। এনিয়ে তিন দফায় প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় সরকার। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠিও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অধিবেশন চলাকালীন  সংসদেই প্রধানমন্ত্রীর নির্দিষ্ট ঘরে যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল। ওই দলে ছিলেন মুখ্যমন্ত্রীর ভাইপো তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন, সৌগত রায় প্রমুখ। 

সূত্রের খবর, তৃণমূলের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, রাজ্য বিধানসভায় বাংলার নাম পরিবর্তন সর্বসম্মতিতে পাশ হয়েছে। অথচ সেটি নিয়ে গড়মসি করছে কেন্দ্রীয় সরকার। আপনি বিষয়টি দেখুন। প্রধানমন্ত্রী তৃণমূল সাংসদদের কথা মন দিয়ে শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেন। 

২০১৬-র অক্টোবরে রাজ্যের নাম বদল করার প্রস্তাব গৃহীত হয় বিধানসভায়। সর্বদলমত নির্বিশেষে রাজ্যের 'পশ্চিমবঙ্গ' নাম বদলে নতুন নাম রাখার বিষয়ে সম্মতি জানায়। বাংলা, ইংরেজি ও হিন্দি ৩টি ভাষায় ৩টি নাম বাছা হয়- বঙ্গ, বেঙ্গল ও বঙ্গাল। কিন্তু রাজ্যের সেই প্রস্তাব ফিরিয়ে দেয় কেন্দ্র। পৃথক পৃথক নাম নয়। ৩টি ভাষাতেই এক নাম হতে হবে বলে রাজ্যকে জানায় কেন্দ্র। এরপরই রাজ্য সরকার রাজ্যের নাম ৩ ভাষাতেই 'বাংলা' রাখার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন- সন্ত্রাসে জড়িত কোনও ব্যক্তিকে প্রয়োজনে জঙ্গি ঘোষণা করা হবে, আরও কঠোর আইনে সায় লোকসভার

.