আন্দোলনের ঝাঁঝ বেড়েছে তবে, কৌশল বদলে ফেলল তৃণমূল

আন্দোলনের ঝাঁঝ বেড়েছে। তবে কৌশল বদলে ফেলল তৃণমূল। গেরিলা আন্দোলন নয়। এবার দেশজুড়ে নোটবন্দি এবং রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদে বিক্ষোভ অবস্থান। ৯ রাজ্যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী। ধরনার প্রথমদিনে সতর্ক ছিল দিল্লি পুলিস। তবে চমকের পথে না হেঁটে শান্তিপূর্ণ আন্দোলনেই আস্থা রাখলেন তৃণমূল সাংসদরা। সপ্তাহের শুরুতেই রাজধানীতে হুলস্থুল। প্রথমে প্রধানমন্ত্রীর বাসভবন। তারপর সরাসরি PMO ঢুকে বিক্ষোভ. পর পর দুদিন রাজধানীতে তৃণমূলের বিক্ষোভে হতচকিত দিল্লি। সপ্তাহের শুরুতে ফের দিল্লিতে আন্দোলনে তৃণমূল। তবে TACTICS CHANGED.আন্দোলনের ঝাঁঝ বেড়েছে। তবে গেরিলা কায়দায় চমক নয়। দিল্লিতে ঝড় তুলতে এবার কৌশল বদলে বিক্ষোভ আন্দোলনে তৃণমূল।একদিকে নোটবন্দির প্রতিবাদ। অন্যদিকে সাংসদদের গ্রেফতারিতে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটে দেশজুড়ে ঝড় তোলার ইঙ্গিত স্পষ্ট। টুইটে মমতার তোপ, নোটবন্দির সিদ্ধান্ত লজ্জাজনক। সেই ফ্লপশোর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে ৩দিনের ধরনা কর্মসূচি ঘোষণা করেন মমতা। বাংলা, ভুবনেশ্বর, পঞ্জাব, কিষাণগঞ্জ, মনিপুর, ত্রিপুরা, অসম , ঝাড়খণ্ড ও দিল্লিতে হবে ধরনা। নেত্রীর নির্দেশ মেনে রীতিমত পরিকল্পনা করেই সোমবার দিল্লিতে ধরনায় বসেন তৃণমূল সাংসদরা।

Updated By: Jan 9, 2017, 06:55 PM IST
আন্দোলনের ঝাঁঝ বেড়েছে তবে, কৌশল বদলে ফেলল তৃণমূল

ওয়েব ডেস্ক: আন্দোলনের ঝাঁঝ বেড়েছে। তবে কৌশল বদলে ফেলল তৃণমূল। গেরিলা আন্দোলন নয়। এবার দেশজুড়ে নোটবন্দি এবং রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদে বিক্ষোভ অবস্থান। ৯ রাজ্যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী। ধরনার প্রথমদিনে সতর্ক ছিল দিল্লি পুলিস। তবে চমকের পথে না হেঁটে শান্তিপূর্ণ আন্দোলনেই আস্থা রাখলেন তৃণমূল সাংসদরা। সপ্তাহের শুরুতেই রাজধানীতে হুলস্থুল। প্রথমে প্রধানমন্ত্রীর বাসভবন। তারপর সরাসরি PMO ঢুকে বিক্ষোভ. পর পর দুদিন রাজধানীতে তৃণমূলের বিক্ষোভে হতচকিত দিল্লি। সপ্তাহের শুরুতে ফের দিল্লিতে আন্দোলনে তৃণমূল। তবে TACTICS CHANGED.আন্দোলনের ঝাঁঝ বেড়েছে। তবে গেরিলা কায়দায় চমক নয়। দিল্লিতে ঝড় তুলতে এবার কৌশল বদলে বিক্ষোভ আন্দোলনে তৃণমূল।একদিকে নোটবন্দির প্রতিবাদ। অন্যদিকে সাংসদদের গ্রেফতারিতে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটে দেশজুড়ে ঝড় তোলার ইঙ্গিত স্পষ্ট। টুইটে মমতার তোপ, নোটবন্দির সিদ্ধান্ত লজ্জাজনক। সেই ফ্লপশোর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে ৩দিনের ধরনা কর্মসূচি ঘোষণা করেন মমতা। বাংলা, ভুবনেশ্বর, পঞ্জাব, কিষাণগঞ্জ, মনিপুর, ত্রিপুরা, অসম , ঝাড়খণ্ড ও দিল্লিতে হবে ধরনা। নেত্রীর নির্দেশ মেনে রীতিমত পরিকল্পনা করেই সোমবার দিল্লিতে ধরনায় বসেন তৃণমূল সাংসদরা।

আরও পড়ুন নোট বাতিলের ২ মাস, মানুষের সর্বনাশ, মোদীবাবুদের মধুমাস বললেন মমতা

সকাল সাড়ে দশটা নাগাদ দিল্লি পুলিসকে চিঠি দেয় তৃণমূল।দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে সাংসদদের ধরনা কর্মসূচির কথা জানানো হয় চিঠিতে।বেলা বারোটা নাগাদ সংসদে বৈঠকের পর সাউথ অ্যাভিনিউয়ে শুরু হয় ধরনা।কিন্তু ভরসা করেনি দিল্লি পুলিস। PMO-য় বিক্ষোভের অ্যাকশন রিপ্লের আশঙ্কায় সকাল থেকেই সাউথ অ্যাভিনিউয়ে নিরাপত্তা বাড়ানো হয়। পুলিসের পাশাপাশি নজরদারি চালায় IB-র গোয়েন্দারাও। বেলা বাড়তে নয়া টেনশন। ধরনাস্থল সাউথ অ্যাভিনিউগামী দুটি রাস্তায় বন্ধ করেন দেয় পুলিস। তৃণমূলের অভিযোগ, সাংসদদের ঘেরাও করা হয়েছে।চমক নেই। শান্তিপূর্ণ ধরনা। তবুও নোটবন্দি ইস্যুতে আন্দোলনের মুখ যে তৃণমূলই, রাজধানীর বুকে দাঁড়িয়ে সেকথা ফের বুঝিয়ে দিল ঘাসফুল শিবির।

আরও পড়ুন  সুদীপ্ত সেনের সঙ্গে একাধিকবার বৈঠক করেন সুদীপ, চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের

.