INDIA Meeting in Mumbai: 'ইন্ডিয়া জিতেগা', রাহুল গান্ধীর ছবি দিয়ে ঐক্যের ট্য়ুইট তৃণমূলের
'যা করার তাড়াতাড়ি করতে হবে। লোকসভা ভোটে এগিয়ে আনতে পারে কেন্দ্র'। মুম্বইয়ে বিরোধীদের সৌজন্য বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: চব্বিশের আগে বিরোধী ঐক্যে শান। 'ইন্ডিয়া জিতেগা', জোট বৈঠকের আগে রাহুল গান্ধীর ছবি ট্যুইট করল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা গেল কংগ্রেস ট্যুইটার হ্যান্ডেলেও!
আরও পড়ুন: Parliament: সেপ্টেম্বরে সংসদে ৫ দিনের বিশেষ অধিবেশন....
আনুষ্ঠানিক বৈঠক আগামিকাল, শুক্রবার। এদিন নৈশভোজের আগে সৌজন্য সাক্ষাৎ করে ইন্ডিয়া জোটের শরিকরা। সূত্রের খবর, 'সেই বৈঠকে মূলক আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়। কথা হয় যৌথ প্রচারের পরিকল্পনা ও লোগা নিয়েও। মমতা বলেন, 'লোকসভা ভোটের আগে হাতে বেশি সময় নেই। এখনই ময়দানে নেমে পড়তে হবে। যা করার তাড়াতাড়ি করতে হবে। লোকসভা ভোটে এগিয়ে আনতে পারে কেন্দ্র'।
Leaders of #INDIA bloc are all set for the third meeting of the alliance in Mumbai.
Together, we shall propel our nation to greater heights! pic.twitter.com/D3BvXEH2jo
— All India Trinamool Congress (@AITCofficial) August 31, 2023
এর আগে, গতকাল বুধবারই মুম্বই পৌঁছন তৃণমূলনেত্রী। তারপর সোজা অমিতাভ বচ্চনের বাড়ি 'জলসা'য়। কেন? বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন অমিতাভ-জয়া। বিগ-বি-র হাতে রাখি বাঁধেন তৃণমূলনেত্রী। পরের গন্তব্য ছিল, উদ্ধব ঠাকরের বাসভবন 'মাতশ্রী'। সেখানে গিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মু্খ্যমন্ত্রীকেও রাখি পরান মমতা।
West Bengal Chief Minister @MamataOfficial ji arrives in Mumbai to attend the third meeting of the INDIA bloc. pic.twitter.com/UjH7KOEJIM
— Congress (@INCIndia) August 31, 2023
ইন্ডিয়ার জোটের প্রথম বৈঠক হয়েছিল পাটনায়। দ্বিতীয়টি বেঙ্গালুরুতে। তৃতীয় বৈঠক হতে চলেছে মুম্বইয়ে। বৈঠকে জোটের লোগো, কো-অর্ডিনেশন কমিটি, নির্বাচন কমিটি-সহ একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। সূত্রের খবর তেমনই।
I.N.D.I.A জোটের বৈঠক
-------------
লোগো নিয়ে আলোচনা
জোটের কাঠামো নিয়ে কথা হবে
কো-অর্ডিনেশন কমিটি গঠন ও সদস্য় নির্বাচন
নির্বাচন সংক্রান্ত ব্যবস্থাপনা ও সচিবালয় নিয়ে আলোচনা
জোটের ৫ থেকে ১০ জন মুখপাত্র নির্বাচন
সংবাদমাধ্য়ম ও সামাজিক মাধ্য়ম সংক্রান্ত রূপরেখা চূড়ান্ত করা
জাতীয় ইস্যুগুলির জন্য আলাদা কমিটি গঠন
কীভাবে যৌথ প্রচার? তৈরি করা হবে ইন্ডিয়াস জয়েন্ট অ্য়াকশন কমিটি।
আরও পড়ুন: WATCH | Rahul Gandhi: টিম 'ইন্ডিয়া'য় ওপেনার রাহুল, আদানি ব্যাটে বিপাকে মোদী