আজ রথযাত্রা, কটক থেকে কলকাতা উত্‍সবের আমেজে

আজ রথযাত্রা। পুরীসহ সারা দেশে আজ রথের রশিতে পড়বে টান। সেই রথে চড়ে মাসির বাড়ি যাবে জগন্নাথ-বলরাম ও সুভদ্রা। এই উত্‍সবকে কেন্দ্র করে সেজে উঠেছে পরী। সাম্প্রতিক হিংসার ঘটনার প্রেক্ষিতে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা। প্রথম দফায় সিসিটিভি-র সংখ্যা বাড়ানো হয়েছে জগন্নাথ মন্দির, গ্র্যান্ড রোড ও গুন্ডিচা মন্দিরে। দ্বিতীয় দফায় সিসিটিভি বসানো হবে সমুদ্রতট এলাকাতেও। তৈরি হয়েছে চারটি ওয়াচ টাওয়ার। ব্যাপক ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

Updated By: Jul 10, 2013, 09:17 AM IST

আজ রথযাত্রা। পুরীসহ সারা দেশে আজ রথের রশিতে পড়বে টান। সেই রথে চড়ে মাসির বাড়ি যাবে জগন্নাথ-বলরাম ও সুভদ্রা। এই উত্‍সবকে কেন্দ্র করে সেজে উঠেছে পরী। সাম্প্রতিক হিংসার ঘটনার প্রেক্ষিতে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা। প্রথম দফায় সিসিটিভি-র সংখ্যা বাড়ানো হয়েছে জগন্নাথ মন্দির, গ্র্যান্ড রোড ও গুন্ডিচা মন্দিরে। দ্বিতীয় দফায় সিসিটিভি বসানো হবে সমুদ্রতট এলাকাতেও। তৈরি হয়েছে চারটি ওয়াচ টাওয়ার। ব্যাপক ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
মহাকুম্ভের পর এটিই বিশ্বের বৃহত্তম ধর্মোত্‍সব রথযাত্রা। পুরীর পাশাপাশি আজ রথযাত্রাকে ঘিরে সেজে উঠেছে গুজরাটের আহমেদাবাদ শহর। ভোর থেকেই সেখানে ভক্তদের উপছে পড়া ভিড়। জগন্নাথ দেবের রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী।
কলকাতাতেও রথের রশিতে টান দিয়ে ইসকনের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসকনের পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতেও সাড়ম্বরে পালিত হবে রথযাত্রা। হুগলির অন্যতম আকর্ষণ মাহেশের রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে গোটা জেলা।

.