রাহুল- মোদীর সরাসরি তরজা শুরু
রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদী। কার্যত রাজনীতির মঞ্চে দুই নেতার সরাসরি তরজা শুরু হয়ে গেল। আজ আমেদাবদে দলের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নাম না করে রাহুল গান্ধীকেই আক্রমণ করলেন মোদী। বৃহস্পতিবার দিল্লিতে শিল্পমহলের সামনে ভাষণে রাহুল গান্ধী মন্তব্য করেন, ভারতবর্ষ হল মৌচাকের মত, যেখানে সকলে মিলে পরিশ্রম করে সম্পদ তৈরি করে।
রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদী। কার্যত রাজনীতির মঞ্চে দুই নেতার সরাসরি তরজা শুরু হয়ে গেল। আজ আমেদাবদে দলের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নাম না করে রাহুল গান্ধীকেই আক্রমণ করলেন মোদী। বৃহস্পতিবার দিল্লিতে শিল্পমহলের সামনে ভাষণে রাহুল গান্ধী মন্তব্য করেন, ভারতবর্ষ হল মৌচাকের মত, যেখানে সকলে মিলে পরিশ্রম করে সম্পদ তৈরি করে।
রাহুলের বক্তব্যকে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির পোস্টার বয়। মন্তব্যে তিনি ইঙ্গিত করেছেন, মধুলোভী কংগ্রেসের কাছে দেশ মৌচাক হতে পারে, কিন্তু বিজেপির কাছে দেশ হচ্ছে মায়ের মত। সিবিআইকে ভয় দেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করে কংগ্রেস, এই অভিযোগও তুলেছেন মোদী। উত্তরে কংগ্রেস নেতাদের মন্তব্য, রাহুলের মন্তব্যের অর্থ বুঝতেই পারেননি নরেন্দ্র মোদী।
এদিকে, অযোধ্যা আন্দোলনে বিজেপির ভূমিকা নিয়ে কোনও প্রশ্ন নেই। ভারতীয় জনতা
পার্টির ৩৩ তম প্রতিষ্ঠা দিবসে একথা জানান আর কেউ নন, খোদ লাল কৃষ্ণ
আদবাণী। বরং অযোধ্যা আন্দোলন রীতিমত দলের কাছে শ্লাঘার বিষয় বলে জানিয়েছেন
এই প্রবীণ নেতা।
আজকের অনুষ্ঠানে আদবাণী বলেন, তাঁর চোখে আজকের দলীয় সংগঠন অনেকটাই আলাদা।
তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে বিজেপির আজকের রাজনীতির কোনও মিল নেই
বলেও মন্তব্য করেন তিনি।
সমাজবাদী পার্টির কয়েকদিন আগে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে আদবাণী বলেন,
"আমি বিশ্বাস করি, অযোধ্যা আন্দোলনকে আমরাই এগিয়ে নিয়ে গিয়েছি।" দলীয়
সমর্থকদের অযধ্যা ইস্যুতে গর্ববোধ করা উচিৎ বলে জানিয়েছেন মোদী।
প্রসঙ্গত, রাম জন্মভূমি আন্দোলেনের মূল প্রণেতা লালকৃষ্ণ আদবাণীই। এই
আন্দোলনই বাবরি মসজিদ ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল।