২০১৫ সালে যে ৫ রাজনৈতিক ব্যক্তিত্ব লাভের গুড় ঘরে তুললেন

২০১৫ তে কোন রাজনৈতিক নেতারা কাটালেন খুব ভালো? কাঁদের প্রভাব প্রতিপত্তি বাড়ল আগের থেকেও? এই প্রতিবেদনে আমরা এমনই ৫ জনকে নিয়ে আলোচনা করব।

Updated By: Dec 18, 2015, 04:36 PM IST
২০১৫ সালে যে ৫ রাজনৈতিক ব্যক্তিত্ব লাভের গুড় ঘরে তুললেন

ওয়েব ডেস্ক: ২০১৫ তে কোন রাজনৈতিক নেতারা কাটালেন খুব ভালো? কাঁদের প্রভাব প্রতিপত্তি বাড়ল আগের থেকেও? এই প্রতিবেদনে আমরা এমনই ৫ জনকে নিয়ে আলোচনা করব।

১) নীতীশ কুমার - বিহারের মুখ্যমন্ত্রী আবারও। বিজেপি কোমর বেঁধে নেমেছিল। কিন্তু নীতীশকে সরাতে পারেনি তারা। নীতীশ যে বিহারের মানুষকে হাতের তালুর মতো চেনেন, সেটা বুঝিয়ে

দিলেন আরও একবার। বিস্তারিত পড়ুন,

২) লালুপ্রসাদ যাদব - বড্ড চড়াই উতরাই তাঁর জীবনে। কখনও মুখ্যমন্ত্রী। কখনও রেলমন্ত্রী আবার কখনও বা তিনি দেশের রেলমন্ত্রীও বটে। আবার কখনও জেলের গারদে। তবু ২০১৫ তে

লালু অন্তত আবারও দেখিয়ে দিলেন, তিনি ঠিক কতটা প্রাসঙ্গিক। বিস্তারিত পড়ুন

৩) অরবিন্দ কেজরিওয়াল - মানুষের জীবন কীভাবে বদলে যায়। ছিলেন আন্না হাজারের সমর্থক। তারপর নতুন দল গঠন। এখন তিনি দিল্লির মুখ্যমন্ত্রী। আর নীতীশের শপথ অনুষ্ঠানে গিয়ে

তো একেবারে জড়িয়ে ধরলেন লালুপ্রসাদ যাদবকেও! বিস্তারিত পড়ুন

৪) জয়ললিতা - কোথায় ছিলেন। সেখান থেকে ফের কোথায় ফিরে এলেন! হাজত বাস হল। সেখান থেকে ফিরে এসে মুখ্যমন্ত্রী। আর রাজ্যে যখন বন্যায় সব ভেসে গিয়েছে, তখনও প্রধানমন্ত্রীর

থেকে আদায় করে নিলেন সবরকম সুযোগ। রাজ্যের জন্য প্রধানমন্ত্রীকে সবসময় তাগাদা দিয়ে গেলেন। বিস্তারিত পড়ুন
 

৫) সুষমা স্বরাজ- বরাবরই ছিলেন দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। একের পর এক অ্যাচিভমেন্ট। কিন্তু মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর মনে হয়েছিল, এবার তাঁর জায়গা কমছে। এরপর এসেছে

ললিত মোদী বিতর্কও। কিন্তু দিব্যি সামলে নিয়েছেন সুষমা স্বরাজ। ঘুরে এলেন পাকিস্তানও। বিস্তারিত পড়ুন

.