অমরনাথ যাত্রীদের উপরে হামলার মূলচক্রী আবু ইসমাইল খতম
ওয়েব ডেস্ক: অমরনাথ যাত্রীদের উপরে হামলার বদলা নিল ভারতীয় সেনা। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের নওগাম সেক্টরে সেনার গুলিতে খতম আবু ইসমাইল। এই জঙ্গি নেতা অমরনাথ যাত্রীদের উপরে হামলার মূলচক্রী।
J&K: Lashkar commander Abu Ismail gunned down by Security forces in Nowgam. Ismail was involved in Amarnath attack earlier this year pic.twitter.com/AAFY2Q8Xba
— ANI (@ANI) September 14, 2017
নওগামের আরিগামে জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই শুরু হয়। সেই লড়াইয়ে নিকেশ আবু ইসমাইল ও তার এক সঙ্গী। গত জুলাইয়ে অমরনাথ যাত্রীদের উপরে হামলার মূলচক্রী এই পাক জঙ্গি নেতা। আবু দুজনার মৃত্যুর পর সে লস্কর কম্যান্ডার হয়। তার মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা।
আদতে পাকিস্তানের নাগরিক আবু ইসমাইল। গত দুবছর ধরে অনুপ্রবেশ করে উপত্যকায় লুকিয়ে থাকছিল সে।
আরও পড়ুন,