বিশাখাপত্তনমে নৌ-সেনার জাহাজডুবি, মৃত ১, নিখোঁজ ৪
বিশাখাপত্তনমে নৌসেনার জাহাজ ডুবে মৃত্যু হয়েছে ১ জনের। ঘটনার ১২ ঘণ্টার পরও এখনও নিখোঁজ ৪ জন। ইতিমধ্যেই ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।
ওয়েব ডেস্ক: বিশাখাপত্তনমে নৌসেনার জাহাজ ডুবে মৃত্যু হয়েছে ১ জনের। ঘটনার ১২ ঘণ্টার পরও এখনও নিখোঁজ ৪ জন। ইতিমধ্যেই ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।
সূত্রে খবর, প্রায় ৩৭০ মিটার গভীরে ডুবে যায় নৌসেনার ভেসেলটি। সমুদ্রবক্ষে টরপেডো পুনরুদ্ধারের জন্য এটি ছিল একটি রুটিন ভেসেল। ১৯৮৩ সালে গোয়া শিপইয়ার্ড লিমিটেড ২৩ মিটার লম্বা ও ৬.৫ মিটার চওড়া এই জাহাজটি তৈরি করে। হেলিকপ্টারের সাহায্যে চলছে উদ্ধারকাজ।
ঘটনার খবর পাওয়ার পরই তড়িঘড়ি সেসলস থেকে ফিরে এসেছেন নৌসেনা প্রধান আরকে ধোয়ান। গত ১৭ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন তিনি।