অর্পিতার জায়গায় লুইজিনহো! এবার গোয়া থেকে রাজ্যসভায় তৃণমূল
লুইজিনহো ফেলেইরো গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে তৃণমূলের জাতীয় সহ সভাপতি
নিজস্ব প্রতিবেদন: অর্পিতার জায়গায় এবার লুইজিনহো। শনিবার সকালে তৃণমূল কংগ্রেস গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর নাম ঘোষণা করা হল রাজ্যসভার প্রার্থী হিসেবে।
We are extremely pleased to nominate @luizinhofaleiro to the Upper House of the Parliament.
We are confident that his efforts towards serving the nation shall be appreciated widely by our people!
— All India Trinamool Congress (@AITCofficial) November 13, 2021
অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ নভেম্বর। এই আসনে নির্বাচন হবে ২৯ নভেম্বর। লুইজিনহো ফালেইরো গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে তৃণমূলের জাতীয় সহ-সভাপতি। এই মুহূর্তে গোয়া তৃণমূলের দায়িত্বেও রয়েছেন তিনি।
আরও পড়ুন: Amit Shaha: গুজরাটির থেকে হিন্দিকেই বেশি ভালোবাসি, বারাণসীতে ভাষা সম্মেলনে অকপট শাহ
তৃণমূল যেভাবে ভারতের অন্যান্য রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করার কাজ শুরু করেছে তারই একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে তাদের রাজ্যসভার মনোনয়নে। এর আগে সুস্মিতা দেবকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হয় এবং পরবর্তীকালে তিনি জয়লাভ করেন। এবার প্রার্থী হতে চলেছেন লুইজিনহো ফেলেইরো। তৃণমূলের ভারতব্যাপী উপস্থিতির একটি প্রতিচ্ছবি রাজ্যসভায় সৃষ্টির চেষ্টা করছে তৃণমূল।
I am thankful to all my fellow @AITC4Goa party members and @MamataOfficial for nominating me to the Rajya Sabha! I am grateful for the opportunity to represent Goans at the national level and pledge to make Goans heard. #GoenchiNaviSakal https://t.co/RzBQqmDvH7
— Luizinho Faleiro (@luizinhofaleiro) November 13, 2021
এই মুহূর্তে যা অবস্থা তাতে লুইজিনহোর বিরুদ্ধে কোনও বিরোধী দল প্রার্থী দেবে না এমনটাই জানা যাচ্ছে। লুইজিনহো টুইট করে পার্টির সদস্যদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এছারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁকে মনোনিত করার জন্য।