সুপ্রিম রায় নারী ক্ষমতায়নের স্বীকৃতি, বললেন যোগী
ওয়েব ডেস্ক : তিন তালাক সংক্রান্ত সুপ্রিম কোর্টের রাযকে স্বাগত জানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তা এক কথায় ঐতিহাসিক। এই রায় যেমন ন্যায় দিয়েছে তেমনি মুসলিম মহিলাদের ক্ষমতায়নেও সাহায্য করবে। আর সেই কারণেই এই রায়কে স্বাগত জানাচ্ছেন বলেও মন্তব্য করেন আদিত্যনাথ।
Historic judgement, provides not only justice but empowerment also. Welcome it: UP CM Yogi Adityanath on SC Judgement in #TripleTalaq matter pic.twitter.com/RWn4u519Sy
— ANI UP (@ANINewsUP) August 22, 2017
এদিকে তিন তালাক নিয়ে যে ঐতিহাসিক রায় দিয়েছে শীর্ষ আদালত, তা মুসলিম মহিলাদের সাম্যের অধিকার প্রতিষ্ঠা করল বলে সোমবার মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রায় মহিলাদের ক্ষমতায়নে সাহায্য করবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিন তালাক ‘অসাংবিধানিক’ বলে আজ রায় দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জে এস কেহরের নেতৃত্বাধীন ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আজ জানায়, আগামী ৬ মাস কোনও মুসলিম মহিলাকে তিন তালাক দেওয়া যাবে না। তবে তালাক প্রথা পুরোপুরি নিষিদ্ধ এই মুহূর্তে করেনি সুপ্রিম কোর্ট। তার দায় কেন্দ্রীয় সরকারের ওপরই আজ ঠেলে দিয়েছে সুপ্রিম কোর্ট।