Malda: বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায় নিথর ছেলে! মেয়েকে স্কুলে দিয়ে ফিরে মা দেখল হাড়হিম দৃশ্য...
বাড়িতে একা-ই ছিল ওই ছাত্র। হঠাৎ ফোন পেয়ে বাড়ি ছুটে আসেন ওই ছাত্রের মা।
রণজয় সিংহ: বাড়ির ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় অষ্টম শ্রেণির ছাত্রের মৃতদেহ উদ্ধার। মাথায় গুলির আঘাত। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। মালদার কালিয়াচক থানার জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার ঘটনা। জানা গেছে মৃত ছাত্রের নাম সামিউল ইসলাম। সে স্থানীয় একটি হাইস্কুলে অষ্টম শ্রেণির ছাত্র।
পরিবার সূত্রে জানা যায় আজ সকাল বেলা কালিয়াচকের শেরসাহিতে ব্যবসার কাজে বেরিয়ে যাই ওই ছাত্রের বাবা। মেয়েকে নিয়ে স্কুলে যায় মা। সেইসময় বাড়িতে একা-ই ছিল ওই ছাত্র। হঠাৎ বাড়ির ছাদ থেকে প্রতিবেশীরা বিকট আওয়াজ শুনতে পান। পরে প্রতিবেশীদের ফোন পেয়ে বাড়ি ছুটে আসেন ওই ছাত্রের মা। ছাদে গিয়ে দেখতে পান ছেলের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচকের এসডিপিও ফাইজাল রেজা ও কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিসবাহিনী। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
তবে বন্দুকটি কোথা থেকে এলো, কীভাবে গুলি চলল নাকি ওই ছাত্র নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছে তার সমস্ত কিছু-ই তদন্ত করে দেখছে পুলিস। জানা গিয়েছে, প্রায় ৯ মাস আগে পথ দুর্ঘটনায় আহত হয় ছাত্রটি। তারপর থেকেই মানসিক রোগী হয়ে পড়েছিল। আতঙ্কে থাকত। মাথায় আঘাতের ফলে ট্রমাতে ছিল। রাঁচিতে চিকিৎসাও চলছিল। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছিলেন, দুর্ঘটনার আতঙ্ক থেকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনার জন্য ছাত্রটি যা নিয়ে ব্যস্ত থাকে, তাতে যেন বাধা না দেওয়া হয়। এরপর থেকেই সে মোবাইলে আসক্ত হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ব্যস্ত থাকতে শুরু করে।
এখন সেই থেকেই রিলস তৈরি করতে গিয়ে এই ঘটনা ঘটল কি না, তাও খতিয়ে দেখছে পুলিস। তবে সেভেন এমএম পিস্তল কোথা থেকে পেল এই ছাত্রটি? তা নিয়ে প্রশ্ন উঠছে। তা ভাবাচ্ছে পুলিস কর্তাদেরও। তদন্তকারী পুলিসকর্তা জানান, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পর-ই স্পষ্ট হবে এটা খুন না আত্মহত্যা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)