মানিককে প্রণাম বিপ্লবের, দরকারে পরামর্শও নেবেন সম্ভাব্য মুখ্যমন্ত্রী
প্রয়াত সিপিএম নেতা খগেন্দ্র জামায়িতাকে শ্রদ্ধা জানালেন বিপ্লব দেব।
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় ক্ষমতায় আসার পরই মানিক সরকারকে আক্রমণ করেছিলেন বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা। গণনাকেন্দ্রেও মানিকের সঙ্গে অভব্যতা করা হয় বলে অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সেই মানিক সরকারের সঙ্গেই সাক্ষাত করে রবিবাসরীয় সকালে সৌজন্যের রাজনীতির নজির গড়লেন বিপ্লব দেব। এ দিনই রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফাপত্র দিয়েছেন মানিক সরকার।
জয়ের পরই হিমন্তবিশ্ব শর্মা বলেছিলেন, ''মানিক সরকারে কাছে এখন তিনটি রাস্তা আছে। পশ্চিমবঙ্গ বা কেরলে যান। অথবা পড়শি বাংলাদেশেও যেতে পারেন তিনি।''এরপর গণনাকেন্দ্রেও বিজেপি কর্মীরা তাঁর সঙ্গে অভব্যতা করেন বলে অভিযোগ। তবে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে দলকে বার্তা দিলেন ত্রিপুরার সম্ভাব্য মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। রবিবার প্রয়াত হয়েছিলেন সিপিএম নেতা খগেন্দ্র জামায়িতা। তাঁর দেহ আনা হয়েছিল আগরতলায় সিপিএমের সদর দফতরে। সেখানে গিয়ে খগেন্দ্র জামায়িতাকে শ্রদ্ধা জানান বিপ্লব দেব। দেখা করেন মানিক সরকারের সঙ্গে। শুধু দেখা করাই নয়, মানিকবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিপ্লববাবু। তাঁকে আর্শীবাদ করেন মানিক সরকার। পরে তিনি বলেন, ''গণতন্ত্রে হার জিত থাকবে। মানিক সরকার আমার দাদার মতো। অনেক অভিজ্ঞতা রয়েছে তাঁর। শ্রদ্ধা করি ওনাকে। দরকারে তাঁর পরামর্শ নেব।''
আরও পড়ুন- ৩৬০ ডিগ্রি! মোদীর 'মন কি বাত' নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে
এ দিনই রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন মানিক সরকার। বেরিয়ে এসে তিনি বলেন,''যতক্ষণ না নতুন সরকার গঠিত হচ্ছে, আমাকে কাজ চালিয়ে যেতে বলেছেন রাজ্যপাল। আমি তা করব। এত বছর আমাদের পাশে থাকার জন্য ত্রিপুরাবাসীকে ধন্যবাদ।''
#Tripura Chief Minister Manik Sarkar arrives at Governor House in Agartala pic.twitter.com/hMHKmG2N9F
— ANI (@ANI) March 4, 2018