ত্রিপুরায় স্বতঃস্ফূর্ত ভোট দান, ভোট পড়ল ৯১ দশমিক ছয় শতাংশ

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে মোটের ওপর শান্তিতেই শেষ হল ভোটগ্রহণ পর্ব। নির্বাচনে ভোট পড়েছে ৯১ দশমিক ছয় শতাংশ।  তবে বাড়তে পারে ভোটার হার। আজ বিধানসভার ৬০টি আসনেই ভোট নেওয়া হয়।

Updated By: Feb 14, 2013, 10:07 AM IST

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে মোটের ওপর শান্তিতেই শেষ হল ভোটগ্রহণ পর্ব। নির্বাচনে ভোট পড়েছে ৯১ দশমিক ছয় শতাংশ।  তবে বাড়তে পারে ভোটার হার। আজ বিধানসভার ৬০টি আসনেই ভোট নেওয়া হয়।
গতবার বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৯২ দশমিক পাঁচ শতাংশ। নির্বাচনে ৫৫টি আসনে প্রার্থী দিয়েছে সিপিআইএম। দুটি করে আসনে প্রার্থী দিয়েছে সিপিআই এবং আরএসপি। ফরওয়ার্ড ব্লক একটি  আসনে প্রার্থী দিয়েছে। আটচল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস। জোট শরিক আইএনপিটি এগারোটি এবং ন্যাশনাল কনফারেন্স অফ ত্রিপুরা একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
মোট ভোটার সংখ্যা ২৩ লক্ষ ৫২ হাজার ৫০৫। তাঁদের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৬৪ হাজার ৬৫৬। এবারই প্রথম চারটি ভোটগ্রহণ কেন্দ্রের পরিচালনায় ছিলেন শুধুমাত্র মহিলারা। মোট ৩ হাজার ৪১টি বুথে  ভোট নেওয়া হয়।ভোটপর্ব অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতারা। তাঁদের দাবি, এবার রাজ্যে ক্ষমতায় ফিরবে কংগ্রেসই। উল্টোদিকে বামেদের দাবি, রাজ্যে গঠন হবে সপ্তম বামফ্রন্ট সরকারই।  

.