নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় ফের 'আক্রান্ত' তৃণমূল নেতৃত্ব। রবিবার, একদিনে তিনবার 'আক্রান্ত' হলেন তৃণমূূল সাংসদ দোলা সেন, অপরূপা পোদ্দাররা। আগরতলায় ফেরার পথে তৃণমূল নেতৃত্বের উপর হামলা হয় বলে অভিযোগ। জাতীয় সড়কে হামলার অভিযোগ। লোহা, বাঁশ দিয়ে হামলার অভিযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃণমূলের অভিযোগ, দোলা সেনের ব্যক্তিগত সেক্রেটারির মাথা ফেটে গিয়েছে। অপরূপা পোদ্দারের ব্যাগ ছিনিয়ে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। সব দেখেও পুলিস নীরব। প্রাণ ভয়ে পালিয়ে যান তৃণমূল কর্মীদের নতুন গাড়ির চালক। প্রথম আক্রমণে ভাঙা গাড়িতে কোনক্রমে ত্রিপুরায় ফিরছে তৃণমূল নেতারা। এর আগে বেলোনিয়াতেও তৃণমূল নেতৃত্বের উপর হামলা হয় বলে অভিযোগ। বিজেপির বিরুদ্ধে হামলার অভিয়োগ করেছে তৃণমূল।


আরও পড়ুন: PM Modi: 'অসমের মাতঙ্গিনী'! স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করতে গিয়ে বিতর্কে মোদী


আরও পড়ুন: Tripura: ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, দোলা সেনের উপর হামলার অভিযোগ


হামলার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল নেতা মদন মিত্র। তিনি বলেন, "ভারত স্বাধীন হলেও, ত্রিপুরা এখনও স্বাধীন হয়নি। ত্রিপুরার মানুষ বিজেপিকে এর জবাব দেবে।"