রাম মন্দির নির্মাণে শীঘ্রই দেওয়া হবে জমি, দ্রুত কাজ করবে ট্রাস্ট

প্রধানমন্ত্রী এদিন বলেন,সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওই জমি সমস্যা সম্পূর্ণ না মেটা পর্যন্ত কেন্দ্রের হাতেই থাকবে

Updated By: Feb 16, 2020, 05:03 PM IST
রাম মন্দির নির্মাণে শীঘ্রই দেওয়া হবে জমি, দ্রুত কাজ করবে ট্রাস্ট

নিজস্ব প্রতিবেদন: রাম মন্দির তৈরির পথে আর বাধা নেই। এবার মন্দির তৈরির গঠিত ট্রাস্টের কাজকর্ম নিয়ে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন-রাজাবাজারে ফলপট্টিতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

রবিবার বারাণসীতে শ্রী জগত্গুরু বিশ্বরাধ্য গুরুকুলের এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি বলেন,রামমন্দির তৈরির জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট গঠন করা হয়েছে। সেই ট্রাস্ট দ্রুত কাজ করবে।

প্রধানমন্ত্রী এদিন বলেন, অযোধ্যর ৬৭ একর জমি রাম মন্দির ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওই জমি সমস্যা সম্পূর্ণ না মেটা পর্যন্ত কেন্দ্রের হাতেই থাকবে।  মন্দির তৈরি হলে ওই জমির মর্যাদা অনেকটাই বেড়ে যাবে।

আরও পড়ুন-এখনও বিপদ মুক্ত নয় পোলবা দুর্ঘটনায় আহত খুদে ঋষভ, পর্যবেক্ষণে খুদে পড়ুয়া

নরেন্দ্র মোদী তাঁর ভাষণে এদিন আরও বলেন, ভারত এমনই একটি দেশ যেখানে কে জিতল আর কে হারল তা হিসেব করা হয় না। এখানে রাষ্ট্রের ধারনা তৈরি হয় এখানকার সংস্কৃতি ও রীতিনীতি অনুযায়ী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়োদুরাপ্পা সহ দলের একাধিক নেতা। এদিন উত্তরপ্রদেশে একাধির প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।  

.