বন্ধ হচ্ছে কিষাণ বিকাশ পত্র, আন্দোলনে এজেন্টরা
তুলে দেওয়া হচ্ছে কিষাণ বিকাশ পত্র ! কমছে, অন্যান্য স্বল্প সঞ্চয় প্রকল্পের এজেন্ট-কমিশন! সংস্কার কর্মসূচির অভিঘাতে অনিশ্চিত ডাকঘরে স্বল্প সঞ্চয়ের ভবিষ্যত! ডাকঘরে জাতীয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সংস্কারে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি গভর্নর শ্যামলা গোপীনাথের সুপারিশ গ্রহণ করতে চলেছে সরকার।
তুলে দেওয়া হচ্ছে কিষাণ বিকাশ পত্র! কমছে, অন্যান্য স্বল্প সঞ্চয় প্রকল্পের এজেন্ট-কমিশন! সংস্কার কর্মসূচির অভিঘাতে অনিশ্চিত ডাকঘরে স্বল্প সঞ্চয়ের ভবিষ্যত!
ডাকঘরে জাতীয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সংস্কারে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি গভর্নর শ্যামলা গোপীনাথের সুপারিশ গ্রহণ করতে চলেছে সরকার। বিষয়টি কার্যকর হলে উঠে যাবে কিষাণ বিকাশ পত্র। বন্ধ হয়ে যাবে মাসিক আয় প্রকল্পে মেয়াদ শেষের বোনাস। বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পে এজেন্টদের কমিশন কমবে। ডাকঘরে পাবলিক প্রভিডেন্ট ফান্ড ও বয়স্ক নাগরিকদের জন্য সঞ্চয় প্রকল্পে এজেন্টদের কমিশন একেবারে বন্ধ হয়ে যাবে।
কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের ফলে চরম সমস্যায় মুখে পড়তে চলছেন সারা দেশের ৯ লক্ষ এজেন্ট। কমিশন কমে যাওয়া এবং কোনও কোনও ক্ষেত্রে কমিশন একেবারে বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা। রুটি রুজি হারানোর আশঙ্কায় ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ডাকঘরে স্বল্প সঞ্চয়ের সঙ্গে যুক্ত এজেন্টরা। এবার, তাঁরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। কাজ না হলে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এজেন্টরা।
স্বল্প সঞ্চয়ে দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ। সারা দেশে ন-লক্ষ এজেন্টের মধ্যে এ রাজ্যে এজেন্টের সংখ্যা দেড় লাখ। ফলে, স্বল্প সঞ্চয় প্রকল্পে মানুষের উত্সাহ কমলে আখেরে ক্ষতি হবে এ রাজ্যের অর্থনীতির।