Farmers' Protest: টুইট বার্তা, এবার কৃষক আন্দোলনের পাশে পপ আইকন রিহানা ও গ্রেটা থানবার্গ

কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়ালেন পপস্টার রিহানা। টুইটার হ্যাণ্ডেলে তিনি  সংক্ষিপ্ত বার্তার সঙ্গে নয়া কৃষি আইনের প্রতিবাদকে সমর্থন করেছেন। পাশাপাশি,  সমর্থনে এগিয়ে এলেন কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ। 

Updated By: Feb 3, 2021, 11:39 AM IST
Farmers' Protest: টুইট বার্তা, এবার কৃষক আন্দোলনের পাশে পপ আইকন রিহানা ও গ্রেটা থানবার্গ

নিজস্ব প্রতিবেদন: কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়ালেন পপস্টার রিহানা। টুইটার হ্যাণ্ডেলে তিনি  সংক্ষিপ্ত বার্তার সঙ্গে নয়া কৃষি আইনের প্রতিবাদকে সমর্থন করেছেন। পাশাপাশি,  সমর্থনে এগিয়ে এলেন কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ। 

দিল্লি সীমানায় চলা কৃষক আন্দোলন নিয়ে কী বার্তা দিয়েছেন পপ আইকন রিহানা? 

তিনি প্রশ্ন করেন, কেন আমরা এ ব্যাপারে কথা বলছি না? যার নিচে ছিল কেন্দ্রের চোখ রাঙানি শাসন, ইন্টারনেট বন্ধ করে দেওয়া থেকে শুরু করে রাস্তায় পেরেক ফেলার সংবাদ। 

 

রিহানার এই টুইট প্রকাশ্যে আসার কিছু ক্ষণের মধ্যেই তা টুইটারে ট্রেন্ডিং হয়ে ওঠে। হু হু করে বাড়তে থাকে তাঁর ফলোয়ার্স। লক্ষ লক্ষ মানুষ সেই টুইটে কমেন্ট করতে শুরু করেন। একসঙ্গে চলে রিটুইটের ঝড়। 

রাতে গ্রেটা থানবার্গ কী বলেছেন? 

মঙ্গলবার  রাতে তিনি টুইট করে জানান,  আমরা ভারতের কৃষক বিদ্রোহের পাশে রয়েছি। তারও টুইটের সঙ্গে ছিল ওই একই সংবাদ। 

 

.