মহাবলীপুরমে আছড়ে পড়ল নীলম

তীব্র হয়ে উঠতে পারে নৃশংস নীলমের তাণ্ডব। এমনই আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা। বুধবার বিকেল ৫টা ৩০ নাগাদ তালিমনাড়ুর মহাবলীপুরমের উপকূলে আছড়ে পড়ে নীলম। ইতিমধ্যেই সমুদ্র তিরবর্তী দোকানপাট ভাঙতে শুরু করেছে ঝড়ের দাপটে। তবে এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উওপকুলবর্তী অঞ্চলে হাওয়ার গতিবেগ ১০০ কিলোমিটার ছাড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২৩টি বড় গাছ ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বেশকিছু বাড়ি।

Updated By: Oct 31, 2012, 11:46 AM IST

তীব্র হয়ে উঠতে পারে নৃশংস নীলমের তাণ্ডব। এমনই আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা। বুধবার বিকেল ৫টা ৩০ নাগাদ তালিমনাড়ুর মহাবলীপুরমের উপকূলে আছড়ে পড়ে নীলম। ইতিমধ্যেই সমুদ্র তিরবর্তী দোকানপাট ভাঙতে শুরু করেছে ঝড়ের দাপটে। তবে এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উওপকুলবর্তী অঞ্চলে হাওয়ার গতিবেগ ১০০ কিলোমিটার ছাড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২৩টি বড় গাছ ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বেশকিছু বাড়ি।
ঝড় মোকাবিলায় স্থানীয় প্রশাসন আগে থকেই তৎপর রয়েছে। প্রশাসনের তরফে কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল, কুড্ডালোর-১০৭৭, চেন্নাই-১৯১৩, চেন্নাইয়ের বিপদকালীন নম্বরগুলি হল-২৬৪১২৬৪৬, ২৮১৭০৭৩৮, ২৪৮৩৮৯৬৮, ২৪৮৬৭৭২৫, ২২৩৪২৩৫৫, ২৪৪২৫৯৬১, ২২৪২০৬০০, ২৪৫০০৯২৩।
গতকাল থেকেই চেন্নাইসহ তামিলনাডু উপকূলবর্তী অঞ্চলে প্রবল বৃষ্টি শুরু হয়। সতর্কতা হিসেবে এলাকার সব স্কুলে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। চেন্নাই, কাঞ্চিপুরম, কুদ্দালোর, ভিলুপুরমে প্রবল বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইছে। মৌসম ভবনের আশঙ্কা, আজ যেকোনও সময় আছড়ে পড়তে পারে ঘুর্ণিঝড় নীলম। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘুর্ণিঝড়ের জেরে বৃষ্টির দাপট আরও বাড়বে। 
ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া আছড়ে পড়তে পারে তামিলনাডু উপকূলে। আজ ঘুর্ণিঝড় নীলম নাগাপট্টিনাম এবং নেল্লোরের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বয়ে যাবে।  আগামী চব্বিশ ঘণ্টায় তামিলনাডু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে সমুদ্র উত্তাল থাকবে। তামিলনাডু, পুদুচেরি এবং অন্ধ্রের উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মত্‍সজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন।

.